ভিডিওগ্রাফি পোস্ট || ব্রিজ থেকে ধারণকৃত হাতিরঝিলের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি

mohinahmed -

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।





এই ভিডিওগ্রাফিটা আমি গত পরশুদিন অর্থাৎ বুধবার বিকেল ৫ টার আগে, হাতিরঝিল ব্রিজের উপরে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। আসলে একটু ব্যক্তিগত প্রয়োজনে পরশুদিন সকালে বনশ্রী গিয়েছিলাম। তো সারাদিন বনশ্রীতে থেকে,বিকেলের দিকে যখন বাসায় ফেরার প্ল্যান করলাম, তখন হঠাৎ করে ভাবলাম যে, বাসায় ফেরার আগে হাতিরঝিলে গিয়ে একটু ঘুরাঘুরি করা যাক। কারণ হাতিরঝিল আমার খুব পছন্দের একটি জায়গা। আমি সময় পেলেই হাতিরঝিল ঘুরতে যাই। কারণ হাতিরঝিল গেলে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায়। তো বনশ্রী থেকে রিকশা নিয়ে অল্প সময়ের মধ্যেই হাতিরঝিল চলে গিয়েছিলাম। আসলে বিকেল বেলা লেক,সমুদ্র কিংবা নদীর পাড়ে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝেমধ্যে আমি ভাবি ঢাকা শহরে হাতিরঝিল, রমনা পার্ক এবং চন্দ্রিমা উদ্যান না থাকলে, ঢাকা শহরের মানুষদের কি অবস্থা হতো। যাইহোক আমি এবং আমার এক ফ্রেন্ড মূলত সেখানে গিয়েছিলাম। সেই ফ্রেন্ড সাউথ কোরিয়া থেকে বাংলাদেশে ছুটিতে এসেছে ২/৩ দিন আগে। আমরা সেখানে সন্ধ্যার আগ পর্যন্ত ছিলাম। তারপর বাসায় ফিরে গিয়েছিলাম



ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।




👇ভিডিওগ্রাফির লিংক👇


Loading iframe

ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৩.১২.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার পরিচয়

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

PUSS COIN: BUY/SELL