আমার বয়স বাইশ। এই বয়সে অনেক কিছুই নতুন, অনেক কিছুই অজানা। জীবনের নানা বাঁক, নানা মোড় সামনে এসে দাঁড়িয়ে থাকে। বাইশ বছরে পৌঁছে, আমি নানা দিক থেকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি—কিছু সুন্দর, কিছু কষ্টের। তবে এসবের মাঝে শেখার, বেড়ে ওঠার এবং জীবনকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ পাচ্ছি।এ বয়সে অনুভূতিগুলি আরও তীব্র হয়। কখনো আশা, কখনো হতাশা, কখনো আনন্দ, কখনো দুঃখ—সব মিলিয়ে জীবন চলতে থাকে। দায়িত্বের বোঝা, ভবিষ্যতের চিন্তা, এবং নিজের জায়গা খুঁজে নেওয়ার তাড়া—এসবই মাঝে মাঝে মনকে অস্থির করে তোলে। তবে, এর মধ্যে দিয়েই আমি নিজেকে এবং আমার উদ্দেশ্যকে আরও পরিষ্কারভাবে দেখতে পারি।
গতকাল রাতে, এই সব ভাবনা আর অনুভূতি নিয়ে একটি কবিতা লিখলাম, "বয়স আমার বাইশ"। এই কবিতায় আমি চেষ্টা করেছি আমার এই বয়সের অস্থিরতা, আনন্দ, এবং অগ্রগতির অনুভূতিগুলো তুলে ধরার। আজ আমি তা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, কারণ আমি জানি, আপনি যারা পড়বেন, তারা হয়তো এই অনুভূতিগুলোর সঙ্গে নিজেদের কিছু সম্পর্ক খুঁজে পাবেন।
"বয়স আমার বাইশ"
মোঃ ফয়সাল আহমেদ
বয়স আমার বাইশ এখন,
জীবন যেন নদীর জোয়ারে ভাসে।
স্বপ্ন ছুঁই প্রতিদিন রাতে,
পথ খুঁজি মনের আশায় বাঁধা।
বয়স আমার বাইশ এখন,
যৌবনের ঢেউয়ে ভরা এই মন।
চোখে হাজার রঙিন ছবি,
সব স্বপ্ন পূর্ণ হবে, এই প্রতিজ্ঞা জ্বলে।
বয়স আমার বাইশ এখন,
বিশ্ব যেন হাতের মুঠোয়।
পায়ের তলায় পৃথিবী ঘোরে,
মনে হয় আকাশও আমার ছোঁয়া।
বয়স আমার বাইশ এখন,
ভুলে যাই বিগত দিনের কষ্ট।
যা কিছু হারাই, শিখি নতুন,
নতুন আশা গড়ি দৃঢ় প্রত্যাশায়।
বয়স আমার বাইশ এখন,
বন্ধুরা পাশে, গল্পে মশগুল।
হাসি আর কান্নার মিশ্র সুরে,
জীবনের পাঠ বুঝি প্রতিদিন।
বয়স আমার বাইশ এখন,
দায়িত্ব আর স্বপ্নের মাঝে পথচলা।
কখনো হতাশা, কখনো আশা,
তবু থামি না, এগোই সুরের তালে।
বয়স আমার বাইশ এখন,
ভবিষ্যতের আলো-আঁধারে মিশে।
চাই ভালোবাসা, চাই কিছু শান্তি,
জীবনের বাঁকে থেমে যেতে মানি না।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।