আমার কবিতাঃ ব্যর্থ এই জীবন

mohamad786 -

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আসলে একজন ছাত্র হাজারো চেষ্টা করে তার জীবনের সফলতা বয়ে আনার জন্য। জীবনের চেষ্টার কোন ত্রুটি রাখে না, কিন্তু সে যদি জীবনে সফলতা অর্জন করতে না পারে। তার ব্যর্থতার গল্প কেউই শুনবে না। কিন্তু সে যখন সফলতা অর্জন করবে তার সাফলতার এই গল্প সকলের শুনতে আসবে এবং সকলেই তাকে প্রশংসা করবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন তারও সাথে কেউ কথা বলতে চায় না। তাকে সবাই নিম্ন চোখে দেখে, আসলে একজন ছাত্র সর্বচ্চ চেষ্টা করে যায় তার সফলতা বয়ে আনার জন্য, আমিও ঠিক ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কেন জানি সাফল্য হতে পারছি না। তারপরে চেষ্টা করে যাচ্ছি, তবে আমার এই ব্যর্থতার গল্প কেউই শুনতে আসে না। যখন আমি সফলতা অর্জন করব, তখন এই মানুষগুলো এসে আমার গল্প শুনবে। তাই আজ খুবই কষ্ট মন নিয়ে আমি এই ব্যর্থতার গল্প নিয়ে একটি কবিতা লিখেছি। আসলে জীবনের অনুভূতিগুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।যতবারই ব্যর্থ হবো, ততবারই আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবেনা। তাই আমি আবারো চেষ্টা করছি সফলতার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতা অর্জন করতে পারি।



সোর্স

“ব্যর্থ এই জীবন”
মোঃ ফয়সাল আহমেদ


ব্যর্থ এই জীবন নিয়ে,
একাকী দিন কাটে আমার নিরবে।
কিভাবে থাকি আমি এই পৃথিবীর মাঝে,
একাকীত্ব এই জীবন নিয়ে।

বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে,
হাসিমুখে থাকি আমি এই সমাজে।
কষ্টগুলো নিতে চায় না কেউ,
তাই বুকে মাঝে জমা করেছি আপন মনে।

ব্যর্থ এই জীবন নিয়ে,
কিভাবে বেঁচে আছি এই সমাজে।
কেউ শুনবে না আমার ব্যর্থ,
সবাই শুনবে শুধুই সফলতা গল্প।

হাজারো স্বপ্ন দেখেছিলাম,
আমার এই জীবন নিয়ে।
উজ্জ্বলময় আলো দেখাবো এই পৃথিবীর মাঝে।
ব্যর্থতার কারণে স্বপ্নগুলো ভেঙে গেল নীরবে।

মনের ভিতরে হাজারো স্বপ্ন ছিল,
হাসি ফুটাবো আমি পরিবারের মাঝে।
সাফলতা বয়ে আনব আমি,
আমার চেষ্টা ও দক্ষতা দিয়ে।

সফলতা বয়ে আনতে হাজারো চেষ্টা,
করে গেছি আমি দিবারাত্রি।
তবুও কেন ব্যর্থতা হল,
আমার এই জীবন মাঝে।

ব্যর্থতার ঘানি নিয়ে বেঁচে থাকতে চায় না ,
আমি এই পৃথিবীর মাঝে।
তাইতো হাজারো চেষ্টা করে যাবো আমি,
যতদিন বেঁচে আছি এই পৃথিবীর মাঝে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺