আইসক্রিম স্টিক দিয়ে ফটো ফ্রেম তৈরি।

moh.arif -

আজ - ১৯ই,আষাঢ় | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আইসক্রিম স্টিক দিয়ে ফটো ফ্রেম তৈরি শেয়ার করব।





প্রায় বছর খানেক আগে ক্রাফট তৈরীর জন্য আমি বিভিন্ন জিনিসপত্র কিনি। তার মধ্যে আমি বেশ অনেকগুলো আইসক্রিম স্টিক কিনেছিলাম। শুরুর দিকে আইসক্রিম স্টিক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করলেও পরবর্তীতে আমার আর সেই সময় ও সুযোগ কোনটিই হয়ে ওঠেনি। তাই বেশ কয়েকটি আইসক্রিম স্টিক আমার কাছে রয়ে গিয়েছিল। তবে সত্যি বলতে এই আইসক্রিম স্টিক গুলোর কথা আমার একেবারেই মাথায় ছিল না। গতকাল টেবিলের ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে দেখি বেশ অনেকগুলো আইসক্রিম স্টিক পড়ে আছে। তাই ভাবলাম এই আইসক্রিম স্টিক গুলো দিয়ে কিছু তৈরি করা যাক।

তো যেমন ভাবনা তেমন কাজ। গতকাল রাতে কাজের ফাঁকে ফাঁকে আমি বসে বসে এই আইসক্রিম স্টিক গুলো দিয়ে একটি ফটো ফ্রেম তৈরি করে নিলাম। সত্যি বলতে এই ফটো ফ্রেমটি খুবই কালারফুল এবং দেখতে খুব আকর্ষণীয় লাগছিল। আমার কাছে এখনো আরো অনেক আইসক্রিম স্টিক রয়েছে আমি নিশ্চয় পরবর্তীতে আরো আকর্ষণীয় কোন জিনিস তৈরি করে তা আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আপনাদের কাছে আমার এই ফটো ফ্রেমটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু ।

তো চলুন কথা না বাড়িয়ে আমি এই ফটোফ্রেমটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি- ।

প্রয়োজনীয় উপকরণঃ


প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


ধাপ- ২ঃ


ধাপ- ৩ঃ


ধাপ- ৪ঃ


ধাপ- ৫ঃ


ধাপ- ৬ঃ


ধাপ- ৭ঃ


ধাপ- ৮ঃ


ধাপ- ৯ঃ


ধাপ- ১০ঃ


ধাপ- ১১ঃ


ধাপ- ১২ঃ


সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP