New to Nutbox?

আজ বর্তমান কাল অতীত ।

10 comments

moh.arif
80
2 years agoSteemit4 min read

আজ - ২০ই অগ্রাহায়ণ ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কিছু ব্যক্তিগত মতামত" শেয়ার করব।




past-g836263430_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমাদের জীবনে তিনটি সময় বিরাজমান। আর এই তিনটি সময় হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আমাদের জীবনে এই তিনটি সময়ই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ । আর এই তিনটি সময়ের মধ্যে একটি হচ্ছে অতীত।

অতীত আমাদের জীবনে একটি স্মৃতি হয়ে থাকে। অতীত আমাদের অভিজ্ঞ করে তুলে। অতীত আমাদের বুঝতে শেখায় জীবনে কি কি ভুলের কারণে বর্তমানে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনের তিনটি সময়ের মধ্যে অতীত হচ্ছে সব থেকে দীর্ঘ একটি সময়। কেননা আজ যেটি বর্তমান কাল সেটি অতীতে পরিণত হয়। তাই আমার মতে অতীত জীবনের সব থেকে দীর্ঘ কালীন একটি সময়।

আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অতীত নিয়ে আফসোস থাকে। যেটি করা একদমই উচিত নয়। আমি মনে করি অতীতের করা ভুল গুলো নিয়ে জীবনে কখনোই আফসোস করতে নেই। কেননা অতীত হচ্ছে জীবনের এমন একটি সময় যা শতবার চাইলেও ফিরে পাওয়া সম্ভব নয়। তাই অতীতের করা কোন ভুল নিয়ে আফসোস করাটা বোকামো। আর আমাদের এমনটা ভাবা উচিত নই যে অতীতের সব ঘটনাগুলো নিয়ে আফসোস করতে হয়। অতীতের এমন অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জীবনের সুন্দর কিছু স্মৃতি হয়ে থাকে। যেমন- আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ, ছোটবেলার কিছু মজার মজার অনেক মুহূর্ত। যদিও এগুলো আমাদের জন্য অতীত তবে সকলের জন্য নই। কারো কাছে এই সময়টা বর্তমান আবার কারো কারো কাছে এটা ভবিষ্যৎ । যাইহোক এই হল আমার অতীতের সংজ্ঞা।


fantasy-g4db41b19d_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

এবার আসি বর্তমানে। বর্তমান হয়েছে আমার কাছে জীবনের সবথেকে ক্ষুদ্র একটি মুহূর্ত। কেননা এই বর্তমানটি খুব তাড়াতাড়ি অতীতে চলে যায়। আর অতীতের কর্মফল হচ্ছে বর্তমান। বর্তমানে ভালো থাকা খারাপ থাকার অনেকটাই নির্ভর করে অতীতের কর্মকাণ্ড ওপর। আমরা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে বর্তমানটাকে নষ্ট করে ফেলি। বর্তমানটাকে ঠিক মতো উপভোগ করি না। আসলে আমি এখানে ভবিষ্যত নিয়ে চিন্তা করার কথাটি বা দিতে বলছি না। আমাদের অবশ্যই ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে। তাবে ভবিষ্যৎ চিন্তায় মগ্ন হয়ে বর্তমানটাকে যেন নষ্ট না করে ফেলি। কারন এখনকার বর্তমানটি একসময় বর্তমান থাকবে না এটি অতীতে পরিণত হবে। আর যেটি অতীত সেটা কখনো ফিরে আসবে না আমাদের জীবনে । তাই আমাদের জীবনে বর্তমানটাকে বর্তমানের মতো করে চিন্তাভাবনা করা প্রয়োজন। আর বর্তমানের অনেক সিদ্ধান্তের প্রভাব ফেলবে ভবিষ্যতের উপর। তাই ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে বর্তমানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। কেননা বর্তমানে কর্মকাণ্ডই ভবিষ্যতে প্রভাব ফেলবে।

এবার আসি ভবিষ্যতের সংজ্ঞা নিয়ে। ভবিষ্যৎ হচ্ছে আমাদের জীবনের আশাবাদী একটি সময়। আমাদের জীবনে অতীত ও বর্তমান যে ভাবে কাটুক না কেন আমরা সবসময় চাই ভবিষ্যতে যাতে সুন্দরভাবে কাটে। তাই আমরা সবসময় ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি। আর ভবিষ্যৎ হচ্ছে মানুষের জীবনের একটি অনিশ্চিত সময়। কার ভবিষ্যৎ কেমন হবে তা আগে থেকে কোনোভাবেই জানা সম্ভব নয়। তবে বর্তমানে কর্মফল গুলো কিছুটা হলেও ভবিষ্যতে কার্যকর হয়। তাই বর্তমানে ভবিষ্যতের পরিকল্পনাটা করে রাখা প্রয়োজন।

যাইহোক এই ছিল অতীত বর্তমান ও ভবিষ্যতের সংজ্ঞা। যদি আমাকে কেউ বলে অতীত-বর্তমান-ভবিষ্যৎ জীবনের এই তিনটি সময়ের মধ্যে কোনটিকে আমি বেশি প্রাধান্য দিব তাহলে উত্তর হবে ভবিষ্যৎ। অতিত না বর্তমান না ভবিষ্যৎ কে আমি আমার জীবনে সবথেকে বেশি প্রাধান্য দিব। কেননা অতীত হচ্ছে জীবনের এমন একটি সময় যেটি চলে গেছে আর বর্তমান যেটা হয়েছে যেটি একসময় অতীতে পরিণত হবে। আর ভবিষ্যৎ যেটা একসময় বর্তমান হবে। আর অতীত ও বর্তমানের কর্মকাণ্ড ভবিষ্যতে পরিলক্ষিত হবে। তাই তাই আমি আমার জীবনের সব সময় ভবিষ্যতকে প্রাধান্য দিব।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest