আমার মৃত্যু!

moh.arif -

আজ- ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কিছুটা বিধ্বংসী। সকাল সকাল খুব খারাপ একটা সংবাদের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছে । আমাদের খুব কাছে আত্মীয়র মৃত্যুর সংবাদটা যে এভাবে পাবো তা কখনোই ভাবতে পারেনি। আসলে মানুষের মৃত্যুটা যে কতটা হঠাৎ হতে পারে তা এই ধরনের সংবাদ না আসলে বোঝা যায় না । মানুষটাকে কতটা কাছ থেকে দেখেছি, মানুষটার সাথে কত সময় কাটিয়েছি, মানুষটার সাথে কতটা মজা করেছি আর এখন এই অল্প সময়ের মধ্যে মানুষটাই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। মানুষটার সাথে আর কখনো দেখা হবে না, কথা হবে না। মানুষটা এখন অতীত হয়ে গিয়েছে।

আসলে মানুষের মৃত্যুটা যখন হঠাৎ করে আসে তখন সেটা মেনে নেওয়াটা কিছুটা কষ্টের। যখন এই মৃত্যু নিয়ে খুব গভীরভাবে চিন্তা করি তখন এই পৃথিবীর কোন কিছুই যেন আর ভালো লাগেনা। মনে হয় যেন সবকিছু ছেড়েছুড়ে একা নির্জনে বসে কিছুটা সময় কাটাই। মানুষের মৃত্যু যে অনিবার্য সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। সৃষ্টির প্রতিটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয়তো কেউ আজ না হয় কাল। আমাদেরও এক সময় মৃত্যু ঘটবে আমাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুত তো? আমরা কি অন্যায় অবিচার দুর্নীতি এসব কিছু পরকালের ভয়ে ত্যাগ করতে পারছি? এসব কিছুর হিসাব একদিন হবে।

মৃত্যুটা আসলে একেক জনের কাছে একেক রকম। অনেকের কাছে মৃত্যুটা মুক্তির মতো। তারা মনে করে এই ছোট্ট জীবন থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাব ততই অনন্ত জীবনে প্রবেশ করতে পারব। আবার অনেকের কাছে মৃত্যুটা অনেক ভয়ংকর জিনিস। দুনিয়ার এই চাকচিক্য, পরিবার-পরিজন সম্পদ, সম্মান এসব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে অনন্তকালের ওই জীবনে। আর তার কাছে এসব কিছু ছেড়ে চলে যাওয়াটা অনেক কষ্টের। আবার অনেকের কাছে মৃত্যুটা কঠিন এক সত্য। যে কঠিন সত্য থেকে পালিয়ে বেড়াতে চাই।

মাঝে মাঝে মৃত্যু নিয়ে আমি যখন ভাবি তখন কল্পনা করি আমারও একদিন মৃত্যু হবে কিন্তু আমার মৃত্যুটা কখন ঘটবে? কিভাবে ঘটবে? কোন বয়সে ঘটবে? এখন যেমন আমরা অন্যের মৃত্যুর সংবাদ শুনি তেমনই কোন এক সময় আমার মৃত্যু সংবাদ অন্য কারোর কাছে যাবে আত্মীয়-স্বজন পরিবারের মানুষগুলো আমার এই মৃত্যুতে একত্র হবে শেষবারের মতো বিদায় জানাবে। দুঃখে ভারাক্রান্ত হবে কান্নাকাটি করবে। এরপর আমাকে পরিবার কিংবা আত্মীয় স্বজনেরা কয়েক মাস বা খুব বেশি হলে কয়েক বছর মনে রাখবে। কিন্তু একসময় সকলে ভুলে যাবে। আমার মৃত্যুতে হয়তো কারো মনে খুব কষ্ট হতে পারে আমার কথা মনে করে হয়তো কারো চোখে পানি ঝরতে পারে কিন্তু আমি নেই বলে কোন কিছু থেমে থাকবে না সবকিছু চলতে থাকবে সবকিছুর নিয়মে।

আমরা মাঝে মাঝে যেমনটা ভাবি এই মানুষটা ছাড়া হয়তো আমরা অচল হয়ে পড়বো, মানুষটা ছাড়া আমাদের জীবনে কি হবে? কিভাবে কাটবে, মানুষটাকে ছাড়া আমরা বাঁচবো না, কিন্তু এসব কিছু সব মিথ্যা । কেউ যখন কাউকে খুব বেশি ভালোবাসে তখন তার না থাকাটা তে হয়তো কষ্ট হয় কিন্তু তাকে ছাড়া থাকাটা অসম্ভব কোন ব্যাপার না। মৃত্যুর ঠিক পরে সকলে সকলকে ছাড়া বেঁচে যাওয়া শিখে যাবে। যে মানুষগুলো বলতো আপনাকে ছাড়া তাদের চলবে না অথচ তারাও জীবন পার করবে।

আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কিছুটা সময় একা নিরবে বসে আমাদের নিজেদের মৃত্যুর কথাগুলো নিয়ে ভাবনা চিন্তা করার। তাহলে অন্তত খারাপ বিষয়গুলো থেকে আমরা নিজেকে দূরে রাখতে সক্ষম হব। এবং নিজেরাই নিজেদের অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারব।

আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy