আসলে শীতকালের কথা মনে পড়লে ঘুরাঘুরি এবং গ্রামের বাড়ির কথাগুলো খুব বেশি মনে পড়ে। কেন শীতের মজা মানে ঘোরাঘুরি এবং গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া। যদিও এবার এখনো পর্যন্ত গ্রামের বাড়িতে যাওয়া কিংবা ঘোরাঘুরির কোন প্ল্যান হয়নি। কেননা বর্তমানে খুবই ব্যস্ততার মাঝে দিয়ে সময়গুলো কাটছে। অবসর সময় বলতে গেলে খুবই কমই থাকছে । সকাল থেকে রাত পর্যন্ত কোন না কোন কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো চলে যাচ্ছে। এখন ওই সময়টুকু হচ্ছে না যে নিজের জন্য কিছুটা সময় অবসরে ব্যয় করব।
তবে যাই হোক না কেন এভাবে আমাদেরকে ব্যস্ততার মধ্যে দিয়েই জীবনে চলার পথে এগোতে হবে। আর ব্যস্ততম জীবনটাই সুন্দর কেননা ওখানে সুযোগ নেই কোন অলসতার। তাছাড়া অলসতা আমাদেরকে পিছিয়ে রাখে এবং আমাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ফেলে। আর তাছাড়া আমাদের কোন গুরুত্বপূর্ণ কাজ না থাকলে সে একই ভাবে দেখা যায় সময়গুলো অবহেলায় অলসতাই কেটে যায়।
আর তাই প্রতিটা মানুষকে চেষ্টা করা উচিত কোন না কোন কাজে নিজেকে ব্যস্ত রাখা। আমরা আমাদের কাজ ছাড়াও যে অবসর সময়টুকু পায় সে অবশ্যই সময়টুকুতে আমাদের ভালোলাগার কিংবা আমাদের পছন্দের কিংবা জ্ঞান বৃদ্ধির যেকোনো কাজের মাধ্যমে আমরা আমাদেরকে ব্যস্ত রাখতে পারি।
আমরা আমাদের জীবনের সময় গুলো যে কোন কাজে ব্যস্ত করে রাখতে পারি কিন্তু এই ব্যস্ততা হতে হবে ভালো কোন কাজে জীবনে উন্নতি কিংবা জীবন গড়ার কোন কাজে। আমরা সারাটা দিন গুরুত্বপূর্ণ কোন কাজ না করা সত্ত্বেও আমরা বলতে পারি আমরা অনেক ব্যস্ত আমরা আমাদের সময় গুলোকে অনেক ব্যস্ততায় কাটাচ্ছি। কিন্তু সব ব্যস্ততা যে আমাদের জীবনের জন্য কল্যাণকর কিংবা আমাদের কাজে আসবে এমনটা নয়। যেমন আপনার কাছে যদি কোন অবসর সময় থাকে তাহলে আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন সে অবসর সময়টাতে ও নিজেকে ব্যস্ত রাখার কোনো না কোনো কাজ দিয়ে। তখন আপনি যদি আপনার এই অবসর সময়টুকুতে ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে নিশ্চয়ই সেটা আমাদের জন্য কল্যাণকর হবে না। তাই বলছি আমরা আমাদের সময় গুলোকে কাজে লাগাতে হবে কিংবা আমাদের সময় গুলোকে ব্যস্ত রাখতে হবে প্রয়োজনীয়এবং ভালো কোন কাজে।
আমরা চাইলে আমাদের অবশ্যই সময়টুকুতে ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে না করে কোন একটি বই পড়তে পারি কিংবা পরিবারকে সময় দিতে পারি কিংবা খেলাধুলা অথবা অন্যান্য যেকোনো কাজ যেগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজনে আসবেন এমন কাজে ব্যস্ত থাকতে পারি।
আজকে তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR