ভোগান্তি।

moh.arif -

আজ - ২৬ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকল? আশা করি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই কয়েকদিন ধরে বেশ একটু দৌড়াদৌড়ি মধ্যে আছি একটি কাজ নিয়ে। কাজটি কি তা আপনারা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, আজ আমি আপনাদের সাথে আমার একটি ভোগান্তির গল্প শেয়ার করতে চলে এসেছি। আমি নিশ্চিত আমার মত হয়তো অনেকেই এই ভোগান্তির শিকার।

ভোগান্তির সূত্রপাত সেই 2008 সালে। যখন আমার আম্মু প্রথমে এন আই ডি এর জন্য ফরম পূরণ করেন । 2008 সালে বাংলাদেশ সরকার সর্বপ্রথম এনআইডি সিস্টেম চালু করেন। এই এনআইডি রেজিস্ট্রেশন এর জন্য যখন সবার বাড়িতে বাড়িতে গিয়ে ফরম পুরণ করা হয়। তখন আমার আম্মুর এন আই ডি ফর্ম পূরণ করে। আম্মুর আসল নামের জায়গায় ডাক না দিয়ে দেই। কেননা তখন এন আই ডি কি, কিনবা এটি কি কি কাজে লাগবে তা নিয়ে কেউ তেমন একটা ভাবত না, সোজা কথা তখন কেউ এটা নিয়ে গুরুত্ব দেই নি।
পরবর্তীতে এটা নিয়ে শুরু হয় এক, ভোগান্তির পর ভোগান্তির। যেটা পরবর্তীতে শুধুমাত্র আম্মুর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি আমাদের ওপর ও প্রভাব পড়তে শুরু করেছে।



ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেননা আমার আম্মু এন আই ডি তে যে নাম দিয়েছিল, সেই নামই আমার শিক্ষা প্রতিষ্ঠান এর সার্টিফিকেটে দিয়েছি। ২০১৭ সাল পর্যন্ত এটা নিয়ে কোন সমস্যা হয় নি কিন্তু, ২০১৭ সালে যখন আমার আব্বু মারা গেলে তখন ই আম্মুর এই নাম নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এখানে বলে রাখি আমার আব্বু ছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, আমার আব্বু মারা যাওয়ার পর আব্বু যে পেনশন পেতেন সেটা আমার আম্মুর নামে ট্রান্সপার হয়। কিন্তু আমার আম্মুর কাবিন এ আরজিনিয়াল নেমটা দেওয়া থাকে, যেটা কিন ভোটার আই ডি কার্ডের নামের সাথে কোন মিল নেই। যার কারণে উনার পেনশন এপ্রুভ হই নাই, তাই বাধ্য হয়ে আম্মুর নাম সংশোধনের জন্য আবেদন করতে হয় এবং দীর্ঘ ২ বছর অনেক ভোগান্তির পর আম্মুর কাবিনের সাথে ভোটার আই ডি কার্ডের নাম সেইম হয়। এবং আম্মুর পেনসন চালু হয়।

কিন্তু আম্মুর ভোগান্তি শেষ হলেও আমাকে পড়তে হয় আরেক বিড়ম্বনায়, কেননা আমি যখন আমার এন আই ডি করি তখন আমি আম্মুর আরজিনাল সঠিক নামটি ই দিই। কিন্তু আমার সকল একাডেমিক সার্টিফিকেটে আম্মুর ডাক নামটি লিখা থাকে, যেটা পুর্বে আম্মুর এন আই ডি কার্ডে দেওয়া ছিল। এখন আমার সার্টিফিকেট এর সাথে আমার এন আই ডির মাতার নামের আমিল হয়ে যাই।

তাই এখন আমাকে বাধ্য হয়ে আমার একাডেমিক সার্টিফিকেট এ মাতার নাম সংশোধনের আবেদন করতে হচ্ছে, আর সার্টিফিকেট এ যে কোন নাম সংশোধন যে কি পরিমান জামেলার আপনারা নিশ্চয় সে বিষয় এ জানেন। যদিও আমার থেকে সব লিগ্যাল ডুকমেন্টস আছে। তবুও মনে হয় না ৪-৫ মাসের আগে হবে।

গেল কয়েকদিন সার্টিফিকেট এর নাম সংশোধন নিয়েই ব্যস্ত আছি। আপনারা সবাই দোয়া করবেন যেন , আমার সার্টিফিকেট এ আম্মুর টা নাম টা তাড়াতাড়ি সংশোধন করে ফেলতে পারি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP