আমার তোলা কিছু ফটোগ্রাফি ।

moh.arif -

আজ - ১০ই শ্রাবণ ১৪৩১, বঙ্গাব্দ, বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়েকদিনে ইন্টারনেট বিচ্ছিন্ন জীবন যাপন যেন অনেকটা স্বস্তি নিয়ে এসেছে বাসা বাড়ির ছাদগুলোর এই মুক্ত আকাশ। কারফিউ এর কারণে যখন ঘর থেকে বের হওয়া যাচ্ছিলেন তখন একমাত্র খোলা আকাশ দেখার সুযোগ ছিল এই ছাদ থেকে। যারা ছাদে উঠতে খুব একটা পছন্দ করে না কিংবা খুব ছাদে উঠে না আমি দেখেছি তারাও বিকেল হলে যেন ছাদে ছুটে যেত মুক্ত হওয়া খাওয়ার উদ্দেশ্যে। যাইহোক বিকেলে যখন ছাদে উঠতাম তখন কিছু ফটোগ্রাফি করেছি, তখন যেন আকাশে ভিন্ন ভিন্ন রূপের সাথে পরিচিত হয়েছি । আর আজকে সেই ফটোগ্রাফিগুলো নিয়ে আমার এই ফটোগ্রাফি পরবর্তী। আসলে আকাশ ভারী অদ্ভুত একেক সময় একেক র ধারণ করে। সকাল, দুপুর, রাত আকাশে সৌন্দর্য যেন ভিন্ন ভিন্ন হয়ে ওঠে। আবার প্রকৃতির মতো বিভিন্ন ঋতুতে ও আকাশ ভিন্ন ভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে।

এই ফটোগ্রাফিটি যখন করা হয়েছিল তখন আকাশ কিছুটা মেঘলা। আমার সাথে সন্ধ্যা ও ঘনিয়ে এসেছিল। তাই দিনের আকাশেও চাঁদ দেখা যাচ্ছিল।


Device : oneplus 9r
Taken on : 202৪



কথায় আছে আকাশের সাত রং। এখানে এ ফটোগ্রাফিটি দেখলেই বোঝা যায় যে কতগুলো রঙে রঙিন হয়ে আছে আকাশটি।


Device : oneplus 9r
Taken on : 202৪



আকাশের নীল আভা সাথে ঘন তুলার মত কালো মেঘ সবকিছু মিলিয়ে দারুন সুন্দর আকাশ।


Device : oneplus 9r
Taken on : 202৪



সূর্যের আলো মেঘে ঢেকে একেবারে হলুদ হয়ে আছে আকাশটা।


Device : oneplus 9r
Taken on : 202৪



নীল স্বচ্ছ আকাশের নিচে যেন একটা বড় পাখি উড়ে যাচ্ছে। আসলে দূর থেকে এই বিমানটিকে একটা পাখির মতোই মনে হচ্ছিল।


Device : oneplus 9r
Taken on : 202৪



মনে হচ্ছে না এই যেন এক চাঁদের শহর! দিনের আলোয় টাওয়ারের পাশে উজ্জ্বল চাঁদ টুকু বেশ অবাক করায়।


Device : oneplus 9r
Taken on : 202৪

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy