ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি।

moh.arif -

আজ - ১৫ই, মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে ডিমের খোসা দিয়ে পেঙ্গুইন তৈরি করা যায় তা শেয়ার করব।





কেমন আছেন সবাই আশা করি ভালো আছে। আমি ও আগের থেকে অনেকটা সুস্থ আছি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি DIY নিয়ে হাজির হয়েছি। ভিন্ন ধরনের এই কারনেই বলছি কেননা আমার বেশিরভাগ DIY রঙিন কাগজ দিয়ে তৈরি করি। তবে আজ এই প্রথম ডিমের খোসা দিয়ে কিছু তৈরি করেছি। তাই আজকের এই DIY টি আমার কাছে কিছুটা ভিন্ন। যাইহোক এই পেঙ্গুইনটি তৈরি করা তেমন একটি কঠিন নয়। খুবই সহজ এবং সুন্দর ভাবে যে কেউ চাইলে তৈরি করে ফেলতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন আপনার সাথে শেয়ার করি এই পেঙ্গুইন টি আমি কিভাবে তৈরি করেছি-

প্রয়োজনীয় উপকরণঃ


প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


ধাপ- ২ঃ


ধাপ- ৩ঃ


ধাপ- ৪ঃ


ধাপ- ৫ঃ


ধাপ- ৬ঃ


ধাপ- ৭ঃ


ধাপ- ৮ঃ


সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||