ট্রন জমাকরণ। (২৭ তম সপ্তাহ )

moh.arif -

আজ- ১০ ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, -বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।







আপনারা নিশ্চয় জানেন ট্রন বর্তমান ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে নির্ভরযোগ্য একটি কয়েন। বর্তমানে কয়েনমার্কেটক্যাপ র‍্যাঙ্কিংয়ে ট্রন কয়েনটির অবস্থান ১১ তম। আশা করা যায় অচিরেই এটি দশের ভিতরে চলে আসবে। ট্রন ব্লকচেইনের সবচেয়ে বড় সুবিধা হল, এটি অত্যন্ত লাইট ওয়েট এবং এর ফি লেস ট্রানজেকশন। যেহেতু বলাই যায় ট্রনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাই আমি চিন্তা করলাম, আগামী প্রতি সপ্তাহে ১০০ ট্রন করে জমাবো। যদিও গত বছর এই উদ্দেশ্যটি গ্রহণ করা হয়েছিল তবে সাময়িক সময়ের জন্য সেটি আর চলমান রাখা হয়নি। তবে নতুন করে আবারো এ উদ্যোগে শামিল হয়েছি।আমার লক্ষ্য ২০২৪ সালের ডিসেম্বর মাসের আগে যাতে আমার ট্রন ওয়ালেটে ২,৫০০ ট্রন জমা হয়।

যাইহোক আমি ট্রন স্টেকিং এর ২৭ তম সপ্তাহে ১০০ ট্রন আমার পার্সোনাল ওয়ালেটে জমা করছি এবং স্ক্রীনশট গুলো আপনাদের সাথে শেয়ার করছি।

ধাপ-১ঃ


আমার ট্রন ওয়ালেট এড্রেস এর স্ক্রিনশট।

ধাপ-২ঃ


বাইনান্স এক্সচেঞ্জ সাইট থেকে আমার পার্সোনাল ট্রন ওয়ালেটে ট্রন পাঠানোর স্ক্রীনশট।

ধাপ-৩ঃ


ট্রন জমা করার পুর্বে আমার ট্রন ওয়ালেটের স্ক্রীনশট।

ধাপ-৪ঃ


জমাকৃত ট্রন স্টাকিং এর স্ক্রিনশট।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


VOTE @bangla.witness as witness



OR