শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

moh.arif -

আজ - ৩০ ই জ্যৈষ্ঠ, |১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



সকলকে প্রথমে আমার বাংলা ব্লগে তৃতীয় বর্ষপুর্তির শুভেচ্ছা জানাচ্ছি । শুভ জন্মদিন , আমার বাংলা ব্লগ।
প্রথমেই আমি আমার বাংলা ব্লগের সম্মানিত ফাউন্ডার @rme দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েই আমার লিখা শুরু করছি। আসলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যে একটি বৃহৎ কোন কিছু গড়ে তোলা সম্ভব , আমার বাংলা ব্লগ কমিউনিটি হচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ । কেননা আমরা তো বেশ কয়েকজন আছি যারা একবারে জন্মলগ্ন থেকে আমার বাংলা ব্লগের সাথে আছি। আমরা দেখেছি কিভাবে ছোট্ট একটা কমিউনিটি আজ তিলতিল করে এত বড় কমিউনিটিতে পরিণত হয়েছে । আমি যখন শুরুতেই স্টিমিটে ব্লগিং করতাম , সাধারণত আমি জেনারেল ব্লগিং গুলো তেমন একটা পারতাম না । যেহেতু আমি প্রোগ্রামিং লাইনের লোক , প্রোগ্রামিং টিউটোরিয়াল জাতীয় পোস্টগুলো আমার শুরু থেকে বেশি করা হতো । সত্যি বলতে আমি যত ভালো পোস্ট ই করতাম না কেন সাপোর্টের পরিমাণ ছিল খুবই কম । এছাড়া যেহেতু এগুলো টিউটোরিয়াল বেইসড পোস্ট ছিল । প্রচুর সময় ও ধৈর্য নিয়ে করতাম কিন্তু তার পরিবর্তে ফলাফল ছিল শুন্য।

আসলে এক কথায় আমার বাংলা ব্লগ আমাদের মত ব্লগারদের জন্য একটি খুব ভালো একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছিল ওই সময় । যার একমাত্র ক্রেডিট সম্পুর্ন rme দাদার । একসময় steemit এ বাংলা ভাষাভাষি লেখা গুলোকে খুবই খারাপ চোখে দেখা হতো , সাপোর্ট তো দূরের কথা একসময় এমনকি, এমনও প্রচলন ছিল যে কি বাংলা ভাষায় কোন পোস্ট দেখলে সেটা কে ডাউনভোট দেওয়া হতো ।

কিন্তু এই ধারনা টি সম্পূর্ণ পাল্টে দেয় আমাদের rme দাদা । আসলে পৃথিবীর প্রত্যেক মানুষই তার নিজের মাতৃভাষা লিখতে এবং বলতে খুবই স্বাচ্ছন্দ বোধ করে । আমার বাংলা ব্লগ আমাদেরকে এই সুযোগটিই করে দিয়েছেন । আপনারা একটিবার চিন্তা করেন যদি আমাদের কমিউনিটি বাংলা ভাষায় না হয়ে অন্য ভাষায় হতো । তাহলে আমরা কি প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর রেসিপি কিংবা DIY কিংবা জেনারেল রাইটিং পোস্ট গুলো তৈরি করতে পারতাম । আমার মতে অবশ্যই পারতাম না, কেননা আমরা মাতৃভাষায় বাংলায় যেভাবে স্বচ্ছন্দে নিজের মনোভাবটা প্রকাশ করতে পারি অন্য ভাষায় সেটা কি কখনোই সম্ভব? অবশ্যই না । যদিও আমরা সবাই টুকটাক ইংরেজি জানি কিন্তু ইংরেজিতে একটি পোস্ট করতে যেখানে আমাদের ১ ঘন্টা ল্গভে সেখানে বাংলায় করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে ।

এই সকল বিষয়গুলোই আসলে আমার বাংলা ব্লগকে অন্যান্য সকল কমিউনিটি থেকে আলাদা এবং একমাত্র কমিউনিটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে । সত্যি বলতে যখন আমি শুরুতে আমার বাংলা ব্লগ এ জয়েন করি, তখন শুধুমাত্র ১২ কি ১৩ জন ডিস্কোর্ড মেম্ভার ছিল । আর বর্তমানে কতজন মেম্বার সেটা তো আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন । ওই সময়ই আমি জানতাম এই কমিউনিটি একদিন অনেক বড় হবে কিন্তু এত দ্রুত এত আল্প সময়ে এত বড় হবে সেটা কখনো চিন্তা করিনি । এর অবদান অবশ্যই আমাদের সকলের আমাদের কমিউনিটি সকল সম্মানিত মেম্বাররগণ ও। কেননা আপনাদের সহযোগিতা ব্যতীত এতদুর আশা অসম্ভব ছিল। আসলে কমিউনিটি মানেই তো এমন যে, যেখানে প্রত্যেকে তার নিজের মতামত গুলো সুন্দর ভাবে প্রকাশ করতে পারবে । প্রত্যেকেই প্রত্যেকের সুখ দুঃখ ভালোবাসা গুলা , লিখে জানাতে পারবে। এবং আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি কে এমন কমিউনিটি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় সাফল্য। কেন না , কি নেই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে , চ্যারিটি থেকে শুরু করে ফান আড্ডা মজা গান , কবিতা, আর্ট রান্না বান্না সব ই তো আছে।..

এভাবে চলতে থাকুক আমার বাংলা ব্লগ অনন্তকাল.. যেন কোন একদিন আমার পরবর্তী প্রজন্মা ও এসে আমার বাংলা ব্লগে ব্লগিং করতে পারে। ধন্যবাদ সকল কে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy