আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। প্রায় এক সপ্তাহ পর আপনাদের মাঝে আমার একটি দিনের কার্যক্রম নিয়ে উপস্থিত হয়েছি। যাই হোক , কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক।।
প্রতিদিন অ্যালার্ম এর শব্দে ঘুম ভাঙলেও গতকাল তার আগেই ঘুম ভেঙ্গে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখি ৫:৫৫ বাজে এরপর উঠে বসলাম বসে এক গ্লাস পানি খেয়ে ওজু করে ফ্রেশ হয়ে বসে রইলাম ।কিছুক্ষণ বাদেই আযানের শব্দ ভেসে আসলো কানে এরপর ফরজের নামাজ আদায় করে নামাজের বিছানায় আরো কিছু সময় বসে দোয়া দরুদ পাঠ করছিলাম।
ঘড়ির কাঁটাই সাতটা বেজে দুই মিনিট এরপর আমি ডিউটিতে আসার জন্য তরকারি গরম করে ভাত তরকারি একই সাথে টিফিন ক্যারিয়ারে সাজিয়ে নিলাম পাঁচতালা থেকে নিচে এসে দেখি আমাদের মিনি বাসটা এখনো এসে পৌঁছাই নাই। বাংলাদেশের মতো মালয়েশিয়া হালকা ঠান্ডা পরছে সকালের দিকে আপনারা দেখছেন আমার পেছনে অনেকটাই কুয়াশা ।
কোম্পানিতে আসতে বেশি সময় লাগলো না কেননা আজকে রাস্তায় অনেকটাই জ্যাম কম ছিল ।কোম্পানিতে আসলে ১২ মিনিট মতো সময় লাগে এরপর সকালে যেহেতু বাসা থেকে নাস্তা করে আসি নাই তাই বিস্কুট ও এক গ্লাস সাদা পানি দিয়েই নাস্তা সেরে নিলাম।
আমাদের ম্যানেজার গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করলো কোম্পানিতে যুক্ত হচ্ছে আরো কিছু আধুনিক মেশিন সেগুলোর বিষয়েও আমাদেরকে অবগত করলেন এ ছাড়াও এক মাসের সমস্ত কার্যক্রম খুব ভালোভাবে তুলে ধরল। কাজের সুবিধার্থে আমাদের কি লাগবে সেটাও জিজ্ঞাসা করল সবাই সবার জায়গা থেকে কমেন্ট করে জানালো যে আমার এই জিনিসগুলো প্রয়োজন আমার এই জিনিসগুলো প্রয়োজন। সবার কমেন্টগুলো নোটবুক করে রেখে দিল যেগুলো খুবই প্রয়োজন সেগুলো কিনে নিয়ে আসবে এই আদায় করল।
যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল তাই আমাদের কাজ পাঁচটা পর্যন্ত বলে দিয়েছিল কেননা এই দিন আমরা খেলা করতে যাই তবে আমার শরীর খারাপ থাকার কারণে আমি আর খেলতে যায় নাই আমার অন্য বন্ধুরা খেলতে গিয়েছিল। আজকে golf ⛳ খেলা করতে গিয়েছিল।
আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কেননা এর আগেও আমরা এখানে খেলা করতে গিয়েছিলাম হয়তো বা যারা আমার আর্টিকেল পড়েন তারা দেখেছেন golf খেলার সেই পোস্টটি। সবাই বলে থাকে এই খেলাটি ধনী মানুষের খেলা গরিব মানুষ এই খেলা কম করে। তবে এটা ঠিক নয়। খেলায় এমন একটি চাহিদা যেটা মানুষের মনের ইচ্ছাই করা হয়। যাইহোক ওটা অন্য প্রসঙ্গ খেলা করতে না যেতে পেরে একটু খারাপ লাগছিল।
যেহেতু পাঁচটার সময় বাসায় এসেছে তাই আজকে মাগরিবের আগেই রান্না সেরে নিয়েছি। এরপর মাগরিবের নামাজ পড়ে একটু বাইরে বের হয়েছিলাম তারপর দেখতে পেলাম খুব সুন্দর একটি বিড়াল রাস্তা পার হচ্ছে তারপর তার কাছে গিয়ে একটি ছবি তুলেছি।
সন্ধ্যার পরে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় ফিরে বাড়িতে কিছু সময় কথা বলি আব্বু নাকি নতুন একটি আন্না বানিয়েছে সেটাও দেখছি ভিডিও কলের মধ্য ।
দিয়ে এরপর লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম তবে লিখে সবটুকু শেষ করতে পারি নাই তাই পরের দিন সকাল দশটার সময় রেস্ট টাইমে বসে আমার লেখা শেষ করছি।