||ছোট মাছের চচ্চড়ি||১০%@shy-fox এর জন্য

mdemaislam00 -

হ্যালো..!!
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে
আজ , শনিবার, নভেম্বর / ১৬ /২০২৪

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে আলু বেগুন ও ঢেঁড়স দিয়ে পুটি মাছ চচ্চড়ি তৈরি করা শেয়ার করব। মাছ খেতে হয়তো আমরা সকলেই অনেক পছন্দ করি। কেউ হয়তো ছোট মাছ একটু বেশি পছন্দ করে ।কেউ আবার বড় মাছ, আমার দুটোই অনেক ভালো লাগে খেতে ।এবার অনেক বৃষ্টিপাতের কারণে প্রচুর পরিমাণ ছোট মাছ হয়েছে ।তাই ইচ্ছে করলেই যে কোন জায়গা থেকে ছোট মাছ কিনে আনা যাচ্ছে। মাছ থেকে আমরা আমিসের চাহিদা পূরণ করতে পারি । ছোট মাছ খেলে চোখের জ্যোতি শক্তি বাড়ে ।তাই যতো বেশি সম্ভবত ছোট মাছ খাওয়ার চেষ্টা করতে হবে ।অনেকে আবার ছোট মাছ কাটার জন্য খেতে চাই না ।আমিও আগে তেমন একটা খেতে পারতাম না ।কিন্তু এখন অনেকটাই ছোট মাছের চচ্চড়ি খেতে পারি ।আজকে সকালে ভাবছিলাম ছোট মাছের চচ্চড়ি করব ।আলু ও বেগুন দিয়ে মাঝেমধ্যে ছোট মাছের চচ্চড়ি করা হয়। কিন্তু এর সাথে ঢেঁড়স দিয়ে কখনোই ছোট মাছের চচ্চড়ি করা হয় না। তাই আজকে ভাবলাম আমি একটু আলাদাভাবে চচ্চড়িটা তৈরি করব। এমনিতে আমার ইউনিক কোন জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে ।তাহলে চলুন বন্ধুরা দেরি না করে সেই ছোট মাছের চচ্চড়ি দেখে আসা যাক।

•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
মাছপরিমাণমতো
পেঁয়াজ কুচিপরিমাণমতো
লবণস্বাদমতো
জিরাপরিমাণমতো
কাঁচা মরিচপরিমাণমতো
হলুদের গুড়াপরিমাণমতো
সয়াবিন তেলপরিমাণমতো
আলুপরিমাণমতো
বেগুনপরিমাণমতো
১০ঢেঁড়সপরিমাণমতো
ফটো-১





প্রথমে আমি বেগুন ও ঢেঁড়শ ছোট করে কেটে নিয়েছি ।কেটে নেওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে সাইজ করে ছোট ভাবে কেটে নিয়েছি। সবগুলো কেটে নেওয়ার পর আমি পানি দিয়ে অনেকবার ঢেঁড়স বেগুন ও আলু ধুয়ে নিব।
ফটো-২





এবার আমি পরিমাণমতো পেঁয়াজ কুচি ,পরিমাণমতো রসুন কুচি, পরিমাণমতো হলুদের গুড়া, পরিমাণমতো লবণ ,পরিমাণমতো কাঁচা মরিচ নিয়ে নিব।
ফটো-৩





এবার আমি পুটি মাছ গুলো অনেক সুন্দর ভাবে অনেকবার পানি দিয়ে ধুয়ে নিব।
ফটো-৪





এবার আমি চুলাইয়ে রাখা কড়াইয়ে পরিমাণমতো পেঁয়াজকুচি পরিমাণমতো রসুন কুচি, পরিমাণমতো জিরা বাটা ,পরিমাণমতো লবণ ,পরিমাণমতো হলুদের গুঁড়া দিব। দেওয়ার পর কেটে রাখা বেগুন আলু ও ঢেঁড়স এর ভেতর পরিমাণমতো সয়াবিন তেল দিব ।তেল দেওয়ার পর সবগুলো একসঙ্গে একটু কষিয়ে নিব ।কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিব যাতে বেগুন ঢেঁড়স ও আলু অনেক সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যায়।
ফটো-৫





এইতো অনেক সুন্দর ভাবে কষানোর পর অনেকটাই আলু বেগুনো দ ঢেঁড়স সিদ্ধ হয়ে এসেছে।
ফটো-৬





যখন দেখবেন চচ্চড়িটা একটু লালচে লালচে হয়ে গিয়েছে তখন ভাববেন চচ্চড়িটা হয়ে গিয়েছে।
ফাইনাল লুক





এইতো অনেক সুন্দর ভাবে চচ্চড়ি তৈরি করা হয়ে গিয়েছে ।আসলেই চচ্চড়িটা খেতে অনেক মজাদার ছিল ।রুটি দিয়ে খেয়েছিলাম তাই আমার কাছে অনেক ভালো লাগছিল।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️


ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসinfinix note 11pro
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
শ্রেণীরেসিপি
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।