New to Nutbox?

diy ।। "রঙিন কাগজের হাত পাখা "

22 comments

marufhh
62
2 years agoSteemit4 min read
আজ শুক্রবার
১লা ২০২২ ইং || ১৭ই জ্যৈষ্ঠ ১৪২ বঙ্গাব্দ || ১লা জিলহজ্জ ১৪৪৩ হিজরি ।
আসসালামু আলাইকুম

প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরছি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি । আজ আমি আপনাদের সাথে একটি diy পোস্ট শেয়ার করতে যাচ্ছি । ছোট বেলা থেকেই আমার কাগজ দিয়ে এটা ওটা তৈরি করতে খুবই ভাল লাগতো । তখন বড়দের থেকে শিখে নিতাম । তবে তার সীমানা ছিল ঘরের চার দেওয়ালের মাঝে । নিজে তৈরি করে নিজেই ছিড়ে নষ্ট করতাম । তবে এখন আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষন ভাল লাগে । তাহলে বন্ধুরা চলেন শুরু করি আমার আজকের diy
"রঙিন কাগজের হাতপাখা"
তৈরি।

আমার বাংলা ব্লগ(3).jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • সূতা

IMG_২০২২০৭০১_২০০২৫৮.jpg

ধাপঃ০১

প্রথমে আমি লাল রঙের কাগজ ১৮ * ১৮ বর্গ সেমি আকারে কেটে নিলাম। একই মাপের দুইটি কাগজ প্রয়োজন হবে তাই এক সাথে দুইটা কেটে নিয়েছি ।

IMG_২০২২০৭০১_২০০৫৫১.jpg

ধাপঃ০২

এবার এদিক ওদিক সমান করে চিত্র অনুরুপ ভাজ করে নিলাম ।

IMG_২০২২০৭০১_২০১৫৪১.jpg

ধাপঃ০৩

এবার লম্বালম্বি ভাজ দিয়ে নেব । প্রতিটা কাগজের মাঝ বরা বর আঠা লাগিয়ে দেব এবং একটি আরেকটির সাথে জুড়ে দেব । চিত্র অনুরুপ ভাবে ।

IMG_২০২২০৭০১_২০১৯২০.jpg

ধাপঃ০৪

এখন আমি ৩০ * ২০ বর্গ সেমি আকারের একটা সবুজ রঙের কাগজ নিলাম । চিত্র অনুরুপ ভাবে লাল কাগজের সংগে ভাল ভাবে গোল পাইপ আকৃতি জড়িয়ে দিইয়ে আঠা দিয়ে আটকিয়ে দিলাম ।

IMG_২০২২০৭০১_২০২৫০০.jpg

ধাপঃ০৫

এবার ১০ * ১৫ বর্গ সেমি আকারে হলুদ রঙের কাগজ কেটে নিলাম । সবুজ পাইপের উপর দিয়ে লাল রঙের কাগজ সহ পুরোটা গোল করে জড়িয়ে নিলাম ।

IMG_২০২২০৭০১_২০২৮০৭.jpg

ধাপঃ০৬

এখন আমি সবুজ পাইপ অংশে হাল্কা চাপ দিয়ে উপরের অংশ বের করে আনবো । এবার আমি কাটিম থেকে সূতা ছাড়িয়ে কয়েকবার ভাজ দিয়ে মোটা করে নিয়েছি । এখন আমি লাল অংশের উপরের দুই পাশে সুতা গুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম ।

IMG_২০২২০৭০১_২০৩৭০৭.jpg

ধাপঃ০৭

এখন নীচের সবুজ অংশে টান দিয়ে লাল অংশের সব টুকু ভিতরে নিবো সমান করে । এরপর দুই পাশের সুতা টান দিয়ে দুই পাশে আঠা দিয়ে চিত্র অনুরুপ আটকে দেব ।
IMG_২০২২০৭০১_২১০৫১২.jpg

ধাপঃ০৮

এবার সমান মাপের হলুদ কাগজ নিয়ে হলুদ কাগজের উপর দিয়ে আরেক স্তরে জড়িয়ে আঠা দিয়ে আটকে দিলাম । ।

IMG_২০২২০৭০১_২১০৬৫৫.jpg

ধাপঃ০৯

এখন বেগুনী রঙের কাগজ ১০ * ৫ বর্গসেমি আকারে কেটে নিয়ে তাতে কাচি দিয়ে কেটে সামান্য একটু ডিজাইন করে চিত্র অনুরুপ আঠা দিয়ে আটকে দিলাম।

IMG_২০২২০৭০১_২১২৩৫২.jpg

ধাপঃ১০

এখন আমি ৫ * ৫ বর্গ সেমি আকারে সবুজ কাগজ কেটে কয়েকটি ভাজ দিয়ে কেটে পাতা বানিয়ে নিলাম ।

IMG_২০২২০৭০১_২১০৯০৭.jpg

ধাপঃ১১

এরপর ৫ * ৫ বর্গ সেমি আকারে নীল রঙের কাগজ কেটে কয়েকটি ভাজ দিয়ে কেটে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি ।

IMG_২০২২০৭০১_২০৪৮৫০.jpg

ধাপঃ১২

এরপর ৫ * ৫ বর্গ সেমি আকারে হলুদ রঙের কাগজ কেটে কয়েকটি ভাজ দিয়ে প্রজাপতি বানিয়ে নিয়েছি ।

IMG_২০২২০৭০১_২১০১৩৩.jpg

ধাপঃ১৩

এখন আমি একে একে প্রথমে পাতা এরপর ফুলের দুইটি পাপড়ি এবং সব শেষে প্রজাপতি আঠা দিয়ে আটকে দিলাম । আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের

"রঙিন কাগজের হাত পাখা "

IMG_২০২২০৭০১_২১২৫৩০.jpg

IMG_২০২২০৭০১_২১২৬১৭.jpg

আল্লাহ্‌ হাফেজ
ধন্যবাদান্তে @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

আমার পরিচয়

IMG_20170303_142442.jpg

আমার নাম মারুফ হাসান । আমি বাংলাদেশী আমার প্রাণের আবেশ বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালবাসি । ভালবাসি বাংলা ভাষাকে । আমি পড়াশুনা করেছি তড়িৎ প্রোকৌশল বিদ্যায় । তবে বাংলা সাহিত্য পড়তে ভীষণ ভাল লাগে । আমার ভাললাগার মাঝে ভ্রমণ হলো অন্যতম । সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘর ছেড়ে । দু চোখে খুজেফিরি প্রকৃতির সৌন্দর্য । আমি আমার সময় গুলো কাজে লাগায় বিভিন্ন সৃজনশীল কাজের মাঝে । নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভাল লাগে খুব । বিশ্ব জোড়া পাঠ শালা মোর সবার আমি ছাত্র ।

ধন্যবাদ সবাইকে

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Comments

Sort byBest