๐Ÿ›–๐Ÿ›–Malay village:- Random flowers photography ๐ŸŒน๐ŸŒน

mamun123456 -

প্রথমে বলে রাখি আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই। তাই আমার ফটো হয়তো অতটা সুন্দর নাও হতে পারে।

Photo design by Canva

তারপরও চেষ্টা করেছি, আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সুন্দর করে ছবিগুলো উঠানো। তাইতো আজকে আপনাদের মাঝে আবারো আরও একটি নাম না জানা ফুলের কিছু ছবি শেয়ার করছি।
কেমন আছেন আমার সকল স্টিমিট বন্ধুরা, অবশ্যই আপনারা সকলে অনেক ভাল আছেন। আর আপনাদের মনটাকে আরও একটু ভাল করার জন্য, কিছু ফটো নিয়ে হাজির হলাম। যে ছবিগুলো আমার মনে হয় আপনাদের দেখে ভালই লাগবে।
-
এমনিতেই তো সাধারণত বেশিরভাগ সময় আমি আমাদের লাইফ স্টাইল নিয়েই বেশি কথা বলে থাকি, আমার পোস্টের ভেতরে। খুব একটা বেশি বাহিরে যাওয়া পড়ে না, তার জন্য আমি বাইরের সুন্দর সুন্দর ওই দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না।
-
আজকে যেহেতু রবিবার ছিল, আমাদের কাজ বন্ধ ছিল। তাই ভাবলাম যাই হাঁটতে হাঁটতে একটু বাইরের পরিবেশটা উপভোগ করে আসি।
এভাবেই হাঁটতে হাঁটতে মালাইও গ্রামের ভেতরে চলে গেলাম, আর এটা তো আগে একটি ফটোগ্রাফি পোস্টে বলেছি। যে এই গ্রামের বাড়ি গুলো আসলে অনেক সুন্দর, আর এটার জন্য বেশি সুন্দর লাগে প্রত্যেকটি বাড়ির সামনে ফুল গাছ লাগানো রয়েছে, বিভিন্ন ফুলের সমারো দেখা যায়।
যখন চোখের সামনে লাল রঙের এই ফুলগুলো দেখলাম। নিজের কাছে অনেক ভালো লাগছিল, গাছটির পাতা ঠিক জাম পাতার মত বড় বড় টাইপের। কিন্তু ফুলগুলো ফুটেছে খুব দারুণ আর এর সৌরভ অনেক সুন্দর।
তাইতো পকেটে থাকা মোবাইল ফোনটি বের করে বেশ গোটা কয়েক ছবি উঠালাম এই ফুল গাছের, এবং সাথে ফুলগুলোর। সেগুলোই মূলত আপনাদের মাঝে শেয়ার করেছি, আজকের এই ছোট্ট ফটোগ্রাফি পোস্ট।
ফুলগুলো যখন নতুন অবস্থাতে ফোটার জন্য প্রস্তুত হয় তখন দেখতে কেমন হয়, ও পুরোপুরি ফুল ফুটে গেলে তার সৌন্দর্যটা দেখতে কেমন হয় পুরোটাই একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি।
খুব কমই ফটোগ্রাফি পোস্ট করে থাকি, কিন্তু যখনই এমন সুন্দর কিছু হাতের নাগালে পাই তার লোভ তো আর সামালো যায় না। তখন তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেই হবে।

ছোটখাটো গোটা কয়েকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আসলেই ছবিগুলো ভালো লাগে, অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

প্রত্যেকটি ছবি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ওঠানো

DeviceName
Androidvivo Y76
Categoryflowers photography
Camera50mp camera
LocationMalaysia kundang village
Short by@mamun123456