আমার বাংলা ব্লগ কবিতা:- সরিষা ক্ষেতে বাবা ও মেয়েদের আদর ,,

mamun123456 -

কেমন আছেন আপনারা সবাই, আশা করি অনেক ভাল আছেন। আপনাদের মাঝে সুন্দর একটি কবিতা শেয়ার করতে চলেছি, আমার মেয়েদেরকে নিয়ে। আশা করি কবিতা লাইন বলার কাছে খুব ভালো লাগবে।

সরিষার হলুদ মাঠে দাঁড়িয়ে বলছি আমি, এটি যেন এক বাবার মায়াময় ছবি। আমার বুকে যেন ছোট্ট মেয়ের নিরাপদ আশ্রয়, আর পাশে বড় মেয়ের নিষ্পাপ হাসি। যেটি আমার মনকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। এই দৃশ্য যেন গ্রামবাংলার চিরচেনা ভালোবাসার প্রতিচ্ছবি। ফুলের মাঝে বাবা-মেয়ের এ বন্ধন জীবনের সেরা আশীর্বাদ।
প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই পরিবারের মায়া আর ভালোবাসা হৃদয় ছুঁয়ে যায় আমার।

আর এই সুন্দর মুহূর্তটাকে কবিতার ছলে ছলে প্রকাশ করার চেষ্টা করেছি আপনার কাছে আশা করি আপনাদের পছন্দ হবে।

সরিষা ক্ষেতে বাবা ও মেয়েদের আদর

সরিষা ক্ষেতে দাঁড়িয়ে আমি একা অবুঝ বাবা,
ছোট্ট মেয়েদের সাথে আমার যেন মায়ার জ্বালা।
বড় মেয়েটি মিষ্টি হাসি মনটা ভরে দেয়,
ছোট্ট মেয়েটি বাবার বুকে ভাসে।

হলুদ ফুলের মাঝে মমতার ধারা,
বাবার কাঁধে যেন সারা জীবন সারা।
পাশে থাকে মেয়েদের ছোট্ট হাত,
পিতার হৃদয়ে যেন সুখের জমাট।

গ্রামের আলোয় এই ছবি বটে,
পিতার ছায়া মায়ার রথে।
ফুলের মতো মেয়েরা ফুটে,
বাবার ভালোবাসায় হৃদয় রটে।

সরিষা ক্ষেতে ভালোবাসার গল্প,
মাটির গন্ধে জীবনের শপথ।
যত দূরে যাই, মনে পড়ে এই দৃশ্য,
বাবা-মেয়ের বন্ধন চিরদিন অক্ষয়।

এই ছবি যেন জীবনের গান,
ভালোবাসা থাকে যতদিন প্রাণ।
মায়াবী সরিষার মাঝে মায়ার ছোঁয়া,
বাবার ভালোবাসা, পৃথিবীর জোড়া।

বন্ধুরা আপনার মাঝে বাবা ও মেয়েদের নিয়ে ছোট্ট একটি কবিতা শেয়ার করলাম, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। কবিতার লাইন গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা


আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।