আমার বাংলা ব্লগ:- জমে থাকা মনের কিছু কথা।।।

mamun123456 -

কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, অনেক সমস্যা অনেক বাধা পেরিয়ে অবশেষে আপনাদের সকলকে পুনরায় আবার দেখতে পাচ্ছি। এটি সত্যিই আনন্দের বিষয়, ইন্টারনেট জগতে আমাদেরই প্ল্যাটফর্মে এটা দেখে সত্যিই অনেক ভালো লাগছে।

দীর্ঘ পাঁচ ছয় দিন বাংলাদেশে ইন্টারনেট না থাকার কারণে আমার অনেক বন্ধুগণ কোন কাজ-কাম করতে পারেনি, তাদের সাথে কোন যোগাযোগ তাদের সাথে কোন কথাবার্তা কিছুই হয়নি। অবশেষে তারা সবাই আবার আগের মত একত্রিত হয়েছে আমাদের এই সুন্দর প্লাটফর্মে।

এটি দেখে আসলে অনেক ভালো লাগছে, যে পুনরায় আমরা আগের মত আবারও আমাদের দৈনন্দিন কাজগুলো করতে পারব। দৈনন্দিন হাসি ঠাট্টা মজা সবকিছুই করতে পারব আগের মতই।

তবে হ্যাঁ অনেক জায়গায় অনেক এলাকায় এখনো পর্যন্ত সঠিকভাবে ইন্টারনেট চালু হয়নি, আর যদুবা একটু একটু দিয়েছে তাতেও কোন কাজ করা যাচ্ছে না। এটা আমি নিজে জানি, কারন আমার বাড়িতে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই তাই ভালোভাবে চলছে না। তাহলে মোবাইলের ইন্টারনেট কেমন করে চলবে, তারপরও চিন্তা করার কোনো কারণ নেই আশা করা যায় খুব শীঘ্রই আগের মতই ইন্টারনেট কাজ করা শুরু করবে।

আসলে সমস্যা থাকে না কোথায়, সমস্যা সব জায়গায় থাকে। আমাদের জীবনে যেমন দৈনন্দিন নিত্য নতুন সমস্যা লেগেই থাকে, ঠিক তেমনটা আমাদের দেশের সাথে হয়েছে। আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়েছে, তারা একটা সমস্যায় পড়েছিল, আর সেটা নিয়ে একটা স্লোগান তুলেছিল, তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। অবশেষে তারা সংগ্রামের জয়ী হয়েছে, এটা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।

তাদের এই সংগ্রামে অনেকেই অনেক কিছু হারিয়েছে, অনেকেই অনেক কিছু পেয়েছে এটাই স্বাভাবিক। যেকোনো সংগ্রামে কিছু হারানো কিছু পাওয়া এগুলো থাকবেই। তারপরও আমার যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা এই সংগ্রামে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা।

আমি আশা করি এমনটা আমার দেশে আর কখনোই না হোক, এমন পরিস্থিতিতে যেন কাউকে আর পড়তে না হয়। আমার দেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদের। কারণ যুদ্ধ সংগ্রাম অনেক কিছুই আমাদের শেখায় অনেক কিছুই আমাদেরকে বোঝায় আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়।

বন্ধুরা সবাই আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। এতটুকু জানিয়ে আজকে এই পোস্টটি এখানে শেষ করলাম ধন্যবাদ।

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা


আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।