New to Nutbox?

ব্যস্ত শহর, ব্যস্ত যেন সবকিছু।।। মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুর,,

5 comments

mamun123456
72
11 months agoSteemit3 min read

ব্যস্ত শহর, ব্যস্ত সবকিছু, সময় কারো জন্য থেমে থাকছে না। যে যার গতিতে ছুটে চলেছে তার গন্তব্যে।

এমনই এক ব্যস্তময় শহর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কোয়ালালামপুর যেখানে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জিনিসের ব্যস্ততা দেখা যায়।

IMG_20230602_105400.jpg

একটি কাজে আজকে আমি মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরে গিয়েছিলাম, এবং আমার সে কাজ হতে একটু দেরি হচ্ছিল। তাই রাস্তার ধারে দাঁড়িয়ে রাস্তায় ছুটে চলা এই গাড়ির একটি ছবি উঠালাম, এবং পাশে দেখলাম একটা বড় বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তাই ভাবলাম এই বড় উঁচু এমারতের ও একটি ছবি ওঠায়।

IMG_20230602_105357.jpg

যেহেতু শহরাঞ্চল মানুষের আনাগোনা সবচাইতে বেশি, সবাই এই প্রাণকেন্দ্রে একত্রিত হয় এটার জন্য এখানে যে যার মত কাজ করে। এর জন্যই এখানে সব সময় ব্যস্ততা লেগেই থাকে।

কেউ যেন কারো সাথে কথা বলার সময় নেই, যে যার কাজ সে তাই করছে‌ কেউ গাড়ি চালাচ্ছে, কেউ রাস্তার ধারে ভাজি বানাচ্ছে, কেউ বিভিন্ন প্রকারের পানি বিক্রি করছে, কেউবা আবার তার চাকরিতে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে।

আসলেই একটা জিনিস না বললেই নয়, শত ব্যস্ততার মধ্য দিয়েও সবাই যেন অনেক সুখী, কারণ সবাই তার নিজে নিজে কর্ম করে খাচ্ছে তাই এতে লজ্জা পাওয়ার কি আছে? একজন রাস্তার ঝাড়ুয়ালা যেমন আনন্দে কাজ করছে, ঠিক একজন অফিসের বড় বস ততটাই আনন্দে কাজ করছে এই ব্যস্ত শহরে।

সুন্দর সুন্দর এই বড় বড় বিল্ডিং গুলো দেখতে অনেকখানি মাথা উপরের দিকে উঠাতে হয়। কারণ আমার মনে হয় এক একটি বিল্ডিং ৩০ থেকে ৩৫ তালা হবে। এখন এটা মাটি থেকে দেখতে গেলে অবশ্যই তো আমার মাথা অনেক উপরে উঠাতে হবে।

যখন এভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম ভাবলাম কেন নয় একটা ছোট্ট ভিডিও বানানো যাক, এই রাস্তায় যে গাড়িগুলো চলাচল করছে, মানুষের যে আনাগোনা ছুটে চলেছে সবাই। তার ছোট্ট একটা ভিডিও রেকর্ড করলাম আমার মোবাইলে, এবং বড় একটি বিল্ডিং এরও ভিডিও রেকর্ড করার চেষ্টা করলাম এই ভিডিওতে।

Watch YouTube

এই ব্যস্ত শহরে আপনি নানান দেশের মানুষের আনাগোনা দেখতে পাবেন, যেহেতু এটা প্রাণকেন্দ্র তাই বিভিন্ন দেশের মানুষ এখানে জড়ো হয়। কেউ আসে কাজের ক্ষেত্রে আর কেউ আসে ঘোরাফেরা ক্ষেত্রে।

অনেক সুন্দর দর্শনীয় স্থান রয়েছে মালেশিয়ার এই প্রাণকেন্দ্র কলালামপুরে। যেটা দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষের অঢেল ভিড় জমে এই শহরে।

IMG_20230602_105404.jpg

সকালবেলা যখন কোন জায়গায় যাওয়ার হয় রাস্তায় এত পরিমানে জ্যাম হয়। যেটা বোঝানোর মত নয়, কারণ সকাল বেলা সবাই যে যার কাজে বের হয়, তার জন্যই এত ভালো আইন থাকা সত্ত্বেও এত ভালো রাস্তা থাকা সত্ত্বেও রাস্তায় জ্যাম হয়।

তারপরও যে যার মত তার কাজে যাচ্ছে ঠিক সময়ে। আমি যখন সকাল বেলা যাচ্ছিলাম তখনও ঠিক এমনটাই হয়েছে। যে জায়গায় আমার ২০ মিনিট লাগার কথা সেখানে আমার 40 মিনিট লেগে গেল আমার গন্তব্য স্থানে পৌঁছাতে। তাহলে বুঝতে পারছেন কতটা ব্যস্ত এই শহর কত মানুষের আনাগোনা হয় এই শহরে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

যাইহোক বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম। জানিনা ভাল লাগবে কিনা, তবে আশা করি অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমার এই ছোট্ট পোস্টটি পড়ার জন্য।

প্রত্যেকটি ছবি ওঠানো আমার মোবাইল দিয়ে

DeviceName
Androidvivo y76
Camera50 mp
Locationmalaysia Kuala Lumpur
Short by@mamun123456

Comments

Sort byBest