আমার বাংলা ব্লগ: প্রতিদিনের খুঁটিনাটি ব্যস্ত সময়।

mamun123456 -

কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা,আশা করি আপনারা সবাই ভাল আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিছু কথা শেয়ার করতে, আর সাথে কয়েকটি ছবি শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না বাংলাদেশের জন্য, চারিদিকে শুধু রক্তপাত আর হানাহানির এই দুঃসময়ে সবাই যেন নীরবতা পালন করছে।

এমন একটা অবস্থা যে সময়টা মানুষ সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়বে তার কোন উপায় নেই। কারণ বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে।যার জন্য কেউ কোথাও তেমন কিছু শেয়ার করতে পারছে না, সবাই অনেকখানি দুশ্চিন্তার ভেতরে দিন যাপন করছে।

আমার আর কি আমি তো ভাই আর বাংলাদেশে নাই,আমি তো রয়েছি মালয়েশিয়াতে তাই না। তাই ভাবলাম আপনাদের মাঝে দৈনন্দিন কাজের কিছু চিত্র তুলে ধরি কিছু কথা শেয়ার করি।

বিল্ডিং এর ওপরে কাজ করছি, আশেপাশে পরিবেশটা দেখতেই পাচ্ছেন কেমন জানি থমথমে অবস্থায় আছে। উপরে সূর্যের তাপ অনেক কষ্ট দিচ্ছে কি আর করার করতেই হবে কারণ এই করার জন্যই তো এই বিদেশে পাড়ি দিয়েছি।

অনেক কষ্ট হয় যখন শুনি আমার দেশের মানুষেরা ভালো নেই অনেক দুঃখ হয় তাদের এই চিত্রগুলো দেখে। দুইজন কাজ করছি বিল্ডিং এর উপরে। এক কথায় আমাদের প্রতিদিনে করা লাগে এমন কাজ তাই একরকম অভ্যাসে পরিণত হয়েছে।

সিঁড়ি বেয়ে কাজে উঠছিলাম, কারণ আমাদের প্রজেক্ট এর লিফটটি বন্ধ হয়ে গিয়ে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখা হয়ে গেল ঘানার এক বন্ধুর সাথে, তাকে বললাম একটি ছবি উঠায়। তাই তার একটি সুন্দর ছবি উঠালাম। পাশে একটা বান্দরও আছে।

যাই হোক বন্ধুরা, কাজের ভেতর কিছু চিত্র নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটি পোস্ট শেয়ার করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।