চূড়ান্ত সত্য জন্ম যখন নিয়েছেন মৃত্যু অবধারিত।।।

mamun123456 -

আসসালামু আলাইকুম
আমার সকল স্টিমেট বন্ধুরা

এই ব্রহ্মাণ্ডে যত প্রাণীজগৎ রয়েছে প্রত্যেকটি প্রাণীর অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা চাইলেও সে পরিবর্তন করতে পারবে না, কারণ এই পৃথিবীতে যখন সে জন্মেছে, অবশ্যই তাকে এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে মৃত্যুর সাথে।

Src

যার ভেতরে জীবন রয়েছে, তাকে অবশ্যই মরতে হবে, হয়তো কেউ আগে অথবা কেউ পিছে। কিন্তু একদিন তাকে এই দুনিয়ার মোহ মায়ার ত্যাগ করতেই হবে।

মৃত্যু নামক ওই ভয়াবহ বাস্তবতার সাথে আমাদের একদিন অবশ্যই মুখোমুখি হতে হবে। এটা একেবারে অনিবার্য, যার জীবন রয়েছে তাকে মরতেই হবে।

আমরা প্রত্যেকটি মানুষ এ বিষয় সম্পর্কে ভালোভাবেই অবগত আছি। কিন্তু যখনই আমরা এই শব্দের সাথে মুখোমুখি হই,যখনই মৃত্যুর বিষয় নিয়ে আলাপ আলোচনা করি‌। মনের ভেতরে একটা ভয় চলেই আসে। আমরা সব সময় এড়িয়ে যেতে চাই এই বিষয়টাকে, আমরা আসলে চিন্তাই করতে চায়না মৃত্যুর ওই ভয়াবহ বাস্তবতার সাথে।

কিন্তু আমরা যদি এটা চিন্তা করি, যে আমাদের মৃত্যু অনিবার্য। আর এটা মেনে নিয়ে যদি এই সমাজে আমরা বসবাস করি, সেটা আমাদের জন্যই মঙ্গলকর হবে, কারণ যত চিন্তা করব ততই মন খারাপ হবে। ততই এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করতে অসুবিধা হবে।

প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে মৃত্যু হল জীবন চক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটি এমনই যেটা অবশ্যই এর মুখোমুখি হতে হবে একদিন। এটি একেবারেই সত্য তারপরও আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে, তারা এই মৃত্যুর সাথে লড়াই করে বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে।

আমরা প্রায়শই মৃত্যুকে একটি চূড়ান্ত,ও অস্তিত্বের সম্পূর্ণ অবসান হিসাবে ভাবি, যা একদম ভীতিকর এবং অপ্রতিরোধ্য চিন্তা।

তবে আমরা এই মৃত্যুকে একটি রূপান্তর মূলক প্রক্রিয়া হিসাবেও ভাবতে পারি। যেটা এক রূপ থেকে অন্যরূপে রূপান্তর হতে পারে। যার পরিপ্রেক্ষিতে আমাদের মনটাকে একটু শান্ত রাখতে পারি।

যেমন আমাদের এই সমাজে তো আমরা এক ধর্মের মানুষ বসবাস করি না, অনেক ধর্মের মানুষ বসবাস করি। কিছু কিছু ধর্মে আমরা দেখে থাকি এই মৃত্যুকে পরকাল বা পুনর্জনম হিসাবেও আখ্যায়িত করে থাকে। যেখানে বলা হয়ে থাকে মানুষ মরে যাওয়ার পর আবার পুনরায় জীবিত হয় অন্যরূপে অন্য কোথাও।

Src

আসলে এটা বলা হয় কেন জানেন কি? আপনি কি বিশ্বাস করেন পুনর্জনম বলে কিছু আছে, যদি তাই হত তাহলে তো আমাদের সেই সৃষ্টিকর্তা মৃত্যু অবধারিত কখনোই করত না।

তবে আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে আপনি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তার আগ মুহূর্তে আপনি এই সমাজে যা করে যাবেন, সেটি কিন্তু অনেক দিন বয়ে চলবে। এমন অনেক প্রিয় জন অনেক কাছের মানুষ যাদের হারানোটা আপনি একেবারেই মেনে নিতে পারেন না। যার জন্য লড়াই করতে থাকেন ওই মৃত্যুর সাথে যাতে তাদেরকে বাঁচানো যায়।

তবে আপনাকে অবশ্যই এটা সব সময় মাথায় রাখতে হবে মৃত্যু একটি স্বাভাবিক অংশ, যা আপনি চাইলেও আটকাতে পারবেন না। তবে এই সমাজে যদি আপনি এমন কিছু করে যান, তাহলে দেখবেন আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করার পরও আপনাকে অনুসরণ করে চলবে অনেকেই।

Src

তাই জন্ম যখন নিয়েছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন কিছু করে যান। যেটা মানুষ সব সময় স্মরণ করে তাতেই আপনার আত্মা শান্তি পাবে, আপনিও তাতে সন্তুষ্টি লাভ করবেন।

সর্বশেষ একটি কথাই বলবো মৃত্যু যদি হয় অনিবার্য,তবে বর্তমান মুহূর্তে আমাদের এটা স্বীকার করাও অনিবার্য।আমাদের জীবনে অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়ার মাধ্যমে, আমরা এই অনিবার্যতার মুখে শান্তি এবং পরিপূর্ণতা পেতে পারি।

যাইহোক বন্ধুরা আজকে আপনাদের মাঝে জন্ম ও মৃত্যু সম্পর্কে বেশ কিছু আলাপ আলোচনা করলাম। যদি ভুল কোন তথ্য শেয়ার করে থাকি, অবশ্যই কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। আর যদি আসলেই আপনি বিশ্বাস করেন প্রতিটি কথা একেবারেই কার্যকরী তাহলে অবশ্যই আপনার মতামতটিও জানাবেন।