ডিজিটাল আর্ট পোস্ট- পূর্ণিমা রাতের ডিজিটাল আর্ট ||original ART by @maksudakawsar||

maksudakawsar -

আসসালামু আলাইকুম

এখন কেন জানি আর কাউকেই জিজ্ঞেস করতে মনে চায় না যে কেমন আছেন? জিজ্ঞেস করে আর কি হবে? চারদিকের যে অবস্থা তাতে কি আর কাউকে জিজ্ঞেস করতে মনে চায় বলেন তো। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আর অন্যদিকে হলো দেশের অস্থিতিকর অবস্থা। সব মিলিয়ে নিজেই তো থাকি টেনশনে। আর মানুষ যে ভালো নেই সেটা তো বুঝতেই পারছি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। আমি চাই আপনাদের মাঝে আমার পোস্টগুলো শেয়ার করে আপনাদের কে কিছুটা আনন্দ দিতে। সেই সাথে নিজেও কিছুটা আনন্দ নিতে। সে জন্য প্রতিনিয়ত আপনাদের মাঝে না আসলে যেন আমার চলে না।তাই তো আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।

মন যতই খারাপ থাকুক না কেন আমাদের সবারই উচিত আমাদের মনটাকে আনন্দ দেওয়ার জন্য নিজেকে আনন্দে মাতিয়ে রাখাটাই আমাদের প্রয়োজন। তাই তো চারদিকের এত এত সমস্যার মধ্যেও চেষ্টা করেছি নিজেকে কিছুটা আনন্দ দিতে। কিন্তু আনন্দ তো আর আসলো না তাই হিজিবিজি একটি ডিজিটাল আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আজকের আট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

পূর্ণিমা রাতের ডিজিটাল আর্ট

ধাপ সমূহ

ধাপ-১

প্রথমে ৯৭৫*৫৩০ সাইজের একটি সাদা পেইজ নিতে হবে।

ধাপ-২

এবার টুলবার হতে কালার টুল নিয়ে পেইজটিকে কয়েকটি ভাগে কালার করে করে নিলাম।

ধাপ-৩

এবার নির্ধারিত টুল দিয়ে পেইজের কালার গুলো মিক্সড করে দিলাম।

ধাপ-৪

এবার টুলবার হতে টুল দিয়ে পেইজটির কালার কম্বিনেশন করে নিতে হবে।

ধাপ-৫

এবার টুলবার হতে কালার করার টুল দিয়ে পেইজটির মাঝে একটি রাতের চাঁদ অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৬

এবার ব্রাশ টুল ব্যবহার করে অঙ্কন করা চাঁদের উপর কিছু মেঘ অঙ্কন করে নিলাম।তারপর চাঁদের মাঝে একটি শিমুল গাছ অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৭

এবার টুলবার হতে প্রয়োজনীয় টুল ব্যবহার করে চাঁদের নীচে একটি নদীর পাড় অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৮

এবার নির্ধারিত কালার দিয়ে কিছু তারা অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৯

এবার নদীর পাড়ের দু পাড়ে দুটো গাছ এবং নদীতে নৌকা অঙ্কন করে দিতে হবে।

শেষ ধাপ

এখন পেইজের এক কোনায় একটি স্বাক্ষর করে দিলেই হয়ে যাবে চাঁদনী রাতের দৃশ্যের ডিজিটাল আর্ট।

উপস্থাপনা

যে কোন আর্টই যদি সুন্দর করে উপস্থাপনা করা যায় তাহলে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আর আপনাদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যই আমার আজকের ডিজিটাল আর্ট ।

শেষ কথা

বন্ধুরা কেমন হলো সবাই মিলে আমার ডিজিটাল আর্টটি? আশা করি আপনাদের মতামত জানিয়ে ধন্য করবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।