$PUSS এখন অনেক দামী

maksudakawsar -

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি ব্যস্ত জীবনে ব্যস্ত সময় কে নিয়ে চলে যাচেছ দিন আর রাত গুলো। ঝড় বৃষ্টি আর মেঘ কিছুই আমায় ছুঁতে পারে না। কারন আমিই যে একপিস। তাও আবার সবার চেয়ে আলাদা। আর এভাবেই কেটে যাচ্ছে জীবন আর সময় গুলো। আর তার মাঝেও আজ আবার চলে আসলাম দৌড় দিয়ে আপনাদের মাঝে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।

জীবনের অপর নাম হলো যদ্ধ । জীবন চলার পথে আমাদের কে যুদ্ধ করেই বেচেঁ থাকতে হয়। আর এই বেচেঁ থাকার ল্ড়াইয়ে কেউ জিতে বা কেউ হারে। কেউ সুখী বা কেউ দুঃখি। কিন্তু এরই মাঝে জীবন চলছে জীবনের গতিতে। কারন জীবন আবার অঙ্ক বুঝে না। সে শুধু খোঁজে সুখ।কিন্তু সুখ যে বেশ বড় । সহজে কি তাকে ছোঁয়া যায়? আরে না রে ভাই। ‍সুখ নামের সেই পাখিটা তো বেশ দামী। চাইলেই তো সবার কাছে ধরা দিবে না।


$PUSS এখন অনেক দামী

যেখানে দেখিবে ছাঁই, কুড়াইয়া দেখ তাই। পাইলেও পাইতে পারো মানিক ও রতন। সত্যি কিন্তু তাই। আমরা যদি এখন আমাদের সবার প্রিয় $PUSS এর কথা বলি তাহলে দেখবো যে কি হারে $PUSS এর দাম বেড়ে গেছে। আমার কাছে তো $PUSS এখন মহা রাজা। চাইলেও হয়তো যাকে ধরা যাবে না। অথচ এই $PUSS কে কেনার জন্যই সবাই কে কত কত বুঝানো হয়েছে। কেউ কি বুঝতে পেরেছে যে এই $PUSS চোখের পলকে অনেক দূর। বুঝতে পেরেছে $PUSS ই হবে এক সময়ে আমাদের স্বপ্ন পূরণের হাতিয়ার? আমি নিজেও তো বুঝতে পারিনি। কিন্তু আজ যখন নিজের ওয়ালেটের দিকে চোখ গেল তখন তো চোখ উঠে গেল কপালে।

উঠবেই না বা কেন? নিমিষেই তো নিজেকে বেশ বড়লোক ভাবলাম। আসলে যারা বেশী করে $PUSS ক্রয় করে রেখেছে তারাই বেশ বুদ্ধিমানের কাজ করেছে। আর যারা ভয় পেয়ে $PUSS কেনা থেকে পিছিয়ে গেছে তারাই হলো বোকা। এখন শুধু তারা $PUSS এর দিকে চেয়ে চেয়ে দিন রাত আফসোস কছে। কেন বেশী করে $PUSS কিনে রাখা হয় নাই। তাহলে তো আজ তাদের একাউন্ট গুলো হতো বেশ দামী। আর এই জন্য কিন্তু নিজের জন্যও আফসোস কম হয় না। আফসোস হয় এই ভেবে যে আরও কিছু $PUSS যদি নিজের একউন্টে রেখে দিতে পারতাম তাহলে তো নিজের একাউন্টের অবস্থাও বেশ ভালোই থাকতো। আর পূরণ হতো নিজের ভিতরে পুষে রাখা স্বপ্ন ‍গুলো।

$PUSS হলো আমাদের কমিউনিটির নিজস্ব একটি কয়েন। দাদার উদ্ভাবিত এই কয়েনটি এক সময়ে জায়গা করে নিবে বিশ্বের বড় বড় কয়েন এর বিপরতে। স্বপ্ন পূরণ করবে অনেক মানুষের। আর এমন আশা নিয়েই আমরা $PUSS এর উজ্জল ভবিষৎ দেখার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছি আমাদের স্বপ্ন পূরণের। আমরা যদি $PUSS কে নিয়ে বেশী বেশী করে প্রমোশন করি তাহলে কিন্তু $PUSS এর পরিচিতি আরও বেড়ে যাবে। আর আমাদের সবার চেষ্টায় মূল্যবান এই কয়েন দিয়েই আমাদের সবার স্বপ্ন গুলো পূরণ হবে। এমন কামনাই করি $PUSS এর জন্য।

শেষ কথা

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।

ধন্যবাদ সকলকে

@maksudakawsar

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

![Twitter_Banner_24.webp]