পেইন্টিং- রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং ||original ART by @maksudakawsar||

maksudakawsar -

আসসালামু আলাইকুম

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। প্রিয় মানুষ গুলো ভালো থাকলেই কিন্তু নিজেকেও মনে হয় ভালো আছি। চলে গেল ঈদ আর মাহে রমজান। চারদিকে চলছে উৎসব আর উল্লাস। ঈদের উল্লাস আর নববর্ষের উল্লাসে মানুষ হচ্ছে মাতোয়ারা। চারদিকে বয়ে যাচেছ আনন্দের বন্যা। এই আনন্দের সামিল হতে যেন কেউ পিছিয়ে নেই। পিছিয়ে নেই আমাদের প্রিয় কমিউনিটিও।

বন্ধরা আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পেইন্টিং নিয়ে। সময় আর ব্যাস্ততার কারনে আপনাদের মাঝে তেমন কোন ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করতে পারি না। তাই বলে কি আমার ইচেছ নেই? না ওগো খুব ইচেছ করে কিছু নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে।আর তাই তো আজ আবার চলে আসলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। কেমন হলো জানাবেন কিন্তু।

রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে
বসূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং

প্রয়োজনীয় উপকরণ সমূহ

★সাদা কাগজ
★রং পেন্সিল
★মাইক্রো কসটেপ
★রংতুলি
★ পেন্সিল
★ এ্যাক্রালিক রং

রোমান্টিক কাপোলের সমুদ্র সৈকতে
বসূর্যাস্তের দৃশ্য দেখার পেইন্টিং

ধাপ সমূহ

ধাপ-১

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে তার চারদিকে মাইক্রো কসটেপ লাগিয়ে নিতে হবে।

ধাপ-২

এবার সাদা কাগজটিতে হলুদ এবং লাল রং এর মোম রং পেন্সিল দিয়ে রং করে দিতে হবে।

ধাপ-৩

এবার তুলা দিয়ে সব রং সমস্ত পেইজটিতে মিশেয়ে দিতে হবে।

ধাপ-৪

এবার পেইজটির মাঝখানে রোমান্টিক কাপোল অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৫

এবার পেইজটির মধ্যে পুরো রোমান্টিক কাপোল অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৬

এবার রোমান্টিক কাপোল এর সামনে একটি সূর্য অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৭

এবার সমুদ্রের সামনে সূর্যের ছায়া অঙ্কন করে দিতে হবে।

ধাপ-৮

এবার অঙ্কন করা দৃশ্যটিকে আরও একটু কালার ফুল করে দিতে হবে।

শেষ ধাপ

এখন পেইজের এক কোনায় একটি স্বাক্ষর করে দিলেই হয়ে যাবে আমার আজকের পেইন্টিং।

উপস্থাপনা

যে কোন কাজ যদি সুন্দর করে উপস্থাপনা করা যায় তাহলে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আর আপনাদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যই আমার আজকের এই ভিন্ন রকমের পেইন্টিং।

শেষ কথা

সত্যি বলতে মানুষের সাধ্যের বাহিরে কিছুই নেই।মানুষ চেষ্টা করলেই পারে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে।আর সেই কথাটি মাথায় রেখেই আমার আজকের এই পেইন্টিং। কেমন লাগলো আপনাদের কাছে জানার অপেক্ষায় রইলাম।।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।