কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।
সত্যি বলতে প্রিয় $PUSS যে এতটা দামী সেটা কিন্তু একমদ বুঝতে পারিনি। খেলার ছলে বানানো এই $PUSS কয়েনটির মূল্য আমরা কেউ বুঝতে না পাররেও দাদ ঠিকই বুঝতে পেরেছিল আর তাই তো দাদা স্বপ্নছোঁয়া মূল্যমানের এই কয়েনটি আমাদের জন্য নিয়ে এসেছে। আর সুযোগ করে দিয়েছে সুন্দর আগামী গড়ার। আর মহামূল্যবান এই কয়েনটিকে বেশী করে নিজের একাউন্টে ধরে রাখতে না পেরে আমি নিজেও বেশ বোকা হয়ে গেছি। যদিও কিছুটা হলেও আমি এই মূল্যবান কয়েনটি কে রাখতে পেরেছি। আমরা সবাই স্বপ্ন দেখছি আমাদের কমিউনিটির এই $PUSS টি একদিন বিশ্বজুড়ে নাম কামাবে। আর সেই মূল্যবান কয়েন নিয়ে আজ আবার নতুন করে একটি কবিতা নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।
$PUSS জমিয়ে দেখছি আমি,
$PUSS ই হলো বেশী দামী,
বোকার স্বর্গে থাকে যারা,
$PUSS কিনেনা শুধুই তারা।।
কত কয়েন এলো গেলো,
$PUSS এর মত কে বা ছিল?
স্বপ্নছোঁয়া $PUSS এর বাজার,
ধরতে গেলে খাই যে আছাড় ।।
$PUSS এর টাকায় কিনবো গাড়ী,
সাথে নিবো বিশাল বাড়ী,
ডলার পাউন্ড সবই হবে,
$PUSS এর দামটা বেড়ে গেলে।।
ভাবছি আমি এত বোকা,
$PUSS নিলাম না থোকা থোকা,
লক্ষ টাকার $PUSS নিলে ভাই,
এখন হতাম আমি মিয়া ভাই।।
$PUSS যে ভাই বেজায় দামী,
সবার কাছে আজ সে রানী,
কত জনের স্বপ্ন যে সে,
তার প্রেমেতে কে না পড়েছে?
আমি আবার $PUSS এর পাগল,
তার প্রেমেতে খাই নোনা জল,
সকাল বিকাল তাকেই দেখি
তাকে নিয়েই স্বপ্ন আঁকি।।
শেষ কথা
জানিনা কেমন লাগলো আমার আজকের কবিতাটি আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।