ফোন হারিয়ে নতুন ফোন কেনা |•| 10% Beneficiary To @shy-fox 🦊

mahir4221 -
আজ রবিবার • ১লা জ্যৈষ্ঠ • ১৪২৯ বঙ্গাব্দ • ১৫ মে - ২০২২


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।



• Edited By PicsArt App



কালকের দিনটা আমার জন্য সত্যিই খুবই খারাপ দিন ছিলো। নিজের টাকায় জীবনের প্রথম ফোন কিনেছিলাম আর সেটা কাল হারিয়ে গিয়েছে। যদিও ফোনটা খুব একটা দামি ছিলো না, নিজের টাকায় কেনা ছিলো তাই খুবই খারাপ লেগেছিলো। আসলে নিজের টাকায় অথবা নিজের পরিশ্রমের যে কোন কিছু হারিয়ে গেলে একটু বেশিই কষ্ট হয়। সব থেকে বড় বেপার কাল আমি নিজের পোস্টও করতে পারি নি আর কারোর পোস্টও পড়তে পারি নি। তবে ফোন হারিয়ে বাসায় আসার পর আব্বুর ফোন দিয়ে কিছু পোস্ট পড়েছিলাম।

প্রত্যেকদিনের মত কাল সকালেও ঘুম থেকে উঠে নাস্তা করে বাজারে যাওয়ার জন্য বের হই। বাজারে যাওয়ার আগেও এক বন্ধু কে কল দিয়েছিলাম, সেও বাজারে আসবে বললো। তাই ভাবলাম যাক ভালই হলো আড্ডা দেয়া যাবে। বাজারে গেলাম বন্ধু সহ অনেক আড্ডা দিলাম। তারপর একটা চায়ের দোকানে গেলাম চা খেলাম, সেখানে বন্ধুর সাথে অনেক গল্পও করলাম। সেখান থেকে বের হয়ে ভাবলাম কোথাও বসে আড্ডা দেয়া যাক, বন্ধু বললো স্টেশনের দিকে গিয়ে বসবে সেদিকের পরিবেশ টা বেশ নিরিবিলি। আমিও ভাবলাম সেখানে বসে বসে একটু পোস্টও পড়া যাবে। তো আমরা আর বাজারে না দেরি করে সোজা স্টেশনের দিকে চলে গেলাম।

সেখানে গিয়ে ফোন বের করার জন্য পকেটে হাত দিতেই আমার বুকটা যেন কেপে উঠলো। কোন পকেটেই ফোন ছিলো না। তখনই বুঝতে দেরি হলো না যে আমার ফোনটা কোথাও পরে গিয়েছে অথবা কোথাও ফেলে এসেছি। বার বার মাথায় একটাই চিন্তা আসছিলো আজ পোস্ট করবো কিভাবে। মন খারাপ করে বাসায় গেলাম আব্বুর ফোন নিয়ে ৪-৫ টা পোস্ট পড়লাম, তারপর টিকেট কেটে আমাদের rex-sumon ভাইকে জানালাম আমার ফোন হারনোর বেপারটা এবং একদিনের ছুটি নিলাম।

তারপর ভাবলাম আজকেই ফোন কিনতে হবে নাহলে কালের কাজেও ব্যাঘাত ঘটবে। তাই অনেক্ষন ইন্টারনেটে ঘাটা ঘাটি করে একটা ফোন সিলেক্ট করে @mahbubul.lemon মামাকে ফোন দিলাম মার্কেট যাওয়ার জন্য।

মামার আমার বাসায় আসার পর আর আমরা দেরি না করে মার্কেটে চলে যাই। একটা ফোন সিলেক্ট করে রাখলেও আমি মার্কেটে গিয়ে আর কিছু ফোন দেখি। ফোনের দোকানটা আমাদের চেনা ছিল তাই তারা আমাদের ভালই সাজেশন দিচ্ছিল। একে একে অনেক গুলো ফোন আমরা দেখলাম। আমি যেহেতু আমার ফোনে সব সময় কাজ করব তাই আমার মোটামুটি ভালো কনফিগারেশনের ফোনই নিতে হবে।

আমি বাসা থেকে যে ফোনটি সিলেক্ট করে গিয়েছিলাম শেষ মেষ ওই ফোনটিই নিয়ে নেই। আমি Vivo Y21 ফোনটি ক্রয় করি ১৫০০০ টাকায়। সাথে ফ্রি দিয়েছিলো একটি টি-শার্ট, একটি ব্যাক প্রটেক্টর, একটি ভাল মানের গরিলা গ্লাস, আর মোবাইলের প্যাকেটের ভেতর একটা ফোন কভার তো থাকছেই।

এর পর ফোনের গরিলা গ্লাস এবং ব্যাক প্রটেক্টর লাগিয়ে নেই। নতুন ফোন বলে কথা একটু মায়া দয়া তো থাকবেই হি হি হি। ফোন হারিয়েছে তাতে খারাপ লেগেছিলো অনেক, তবে নতুন ফোন কেনার পর সেই কষ্টটা একদমই কমে গিয়েছিলো।

তারপর ফোনে সব ধরনের জিনিস লাগানো শেষে এবার ওয়ারেন্টি কার্ড দেখানোর পালা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারন এই কার্ড থাকলে লাইফ টাইম ফোনের যে কোন সমস্যার সমাধান কাস্টমার কেয়ার থেকেই ফ্রিতেই করে নিতে পারব। আমরা যে বাহিরে ফোন ঠিক করাই তাদের কাজ এর থেকে কাস্টমার কেয়ারের কাজের মান অবশ্যই অনেক ভালো হবে বলে আমি মনে করি। তাই এই ওয়ারেন্টি কার্ড আমার কাছে খুবই দামী একটি জিনিস।

সব কাজ শেষে তারা আমার যাবতীয় গিফট একটি ব্যাগে ঢুকিয়ে দেয় । আমি ফোন কিনেছিলাম Vivo Y21 কিন্তু তারা আমাকে ব্যাগ দিয়েছিলো Vivo Y33s এর। যাইহোক ব্যাগ টা সুন্দর ছিলো। তারপর ব্যাগটি হাতে নিয়ে আমি এবং মামা খুশি মনে সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই।

আজ তাহলে এ পর্যন্তই, আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোন এক পোস্টে। সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।



আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।

FacebookTwitterYouTube

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

JOIN WITH US ON DISCORD SERVER