DIY- এসো নিজে করি : খুব সহজ এবং সাধারণ ভাবে একটি কলমদানি তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

mahir4221 -
আজ মঙ্গলবার • ১১ই মাঘ • ১৪২৮ বঙ্গাব্দ • ২৫, জানুয়ারি -২০২২


সুপ্রিয় আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।




আজ আমি আপনাদের সামনে খুবই সহজ এবং সাধারণ ভাবে একটি কলমদানি তৈরির প্রক্রিয়া উপস্থাপন করবো যা আপনাদের পড়ার টেবিলের সৈন্দর্য বারিয়ে তুলবে। আশা করি কলমদানি টি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।


আমার বানানো কলমদানি

⊕ উপকরণ সমূহঃ ⊕

উপকরণ
গ্লুগান
আঠা
কম্পাস সাথে কলম
স্কেল
পেপার কাটা
কাচি

✪ কলমদানি তৈরি প্রক্রিয়াঃ ✪


◑ ধাপ-১ঃ ◑

প্রথমে আমরা একটি কাটুন নিয়ে নেব। খেয়াল রাখতে হবে কাটুনটি যেন একদম সোজা হয়। কোন ভাজ যেন না থাকে।


এবার কম্পাস ব্যাবহার করে কাটুনটির উপির দুটি বৃত্ত একে নেব।


এবার বৃত্ত গুলোকে পেপার কাটার অথবা কাচির মাধ্যমে সুন্দর করে কেটে নেব।

◑ ধাপ-২ঃ ◑

এবার কাটুন গুলোর উপর ৩×১.৫ সেন্টিমিটার করে ৩ টি বক্স একে নেব

বক্স গুলোকে পেপার কাটার অথবা কাচির সাহায্যে কাটুন থেকে কেটে আলাদা করে নেব।

আমাদের কলমদানিটির সকল অংশ গুলো তৈরি হয়ে গিয়েছে।

◑ ধাপ-৩ঃ ◑

এবার আমাদের যে কোন রঙের রঙিন কাগজ ব্যবহার করতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী রঙের কাগজ ব্যবহার করতে পারেন।

এখন আমাদের কলমদানিটির সব গুলো অংশ কে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে আঠা দিয়ে আটকে দিতে হবে।

◑ ধাপ-৪ঃ ◑

এবার ৩×১.৫ সেন্টিমিটার মাপের কেটে নেয়া অংশ গুলো কে চিত্রের মত করে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দেই।

◑ ধাপ-৫ঃ ◑

এবার গোল অংশ গুলো কে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই কলমদানি টি।


আশা করি আমার বানানো কলমদানি টি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সবাই কে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য।
শুভ কামনা রইলো সবার জন্য।



কন্টেন্টDIY- এসো নিজে করি
ছবি তোলার মাধ্যমRedmi 9
প্রজেক্টরঙিন কাগজ এবং কাটুন ব্যবহার করে একটি কলমদানি তৈরি
কারিগরমাহির শাহরিয়ার ইভান (@mahir4221)

আমি মাহির শাহরিয়ার ইভান। আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগে । আমি একজন ব্লগার, ফটোগ্রাফার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন কোন বিষয়ে লিখতে এবং সবাই কে অজানা বিষয়ে জানাতে আমার ভিষণ ভালো লাগে। ছবি তুলতে, জাঙ্ক ফুড খেতে এবং ঘুরতেও আমি ভিষণ পছন্দ করি । আর আমার সব থেকে বড় শখ ছবি তোলা।
FacebookTwitterYouTube

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

JOIN WITH US ON DISCORD SERVER