***আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটাও সাজিয়েছিলাম কিছু অনু কবিতা দিয়ে। যদিও আজকে এই অনু কবিতা পোস্ট করার ইচ্ছা ছিল না। আজকে একটি ডাই পোস্ট করতে চেয়েছিলাম।যাই হোক আমি অফিস থেকে ফিরে এসে সুপার ক্লে দিয়ে একটি ডাই পোস্ট তৈরি করেছিলাম । যা ছিল একটি বেলুনের উপরে। তো হঠাৎ করে বেলুনটি ফেটে যাওয়ার কারণে আমার পুরো ডাইটাই নষ্ট হয়ে গিয়েছিলাম। তাই অন্য কোন পোস্ট রেডি করার মত মানসিকতা আমার ছিল না। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে অনু কবিতাগুলো লেখা ছিল সেইগুলো শেয়ার করবো। আসলে এই অনু কবিতা গুলো লিখতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের মনের ভিতর অনেক ধরনেরই অনুভূতি তৈরি হয়। হয়তো আমরা সেগুলো প্রকাশ করি এবং কিছু অনুভূতি আমরা প্রকাশ করি না। তারপরে অনুভূতিগুলো মনের ভিতরে রয়ে যায়। সেই অনুভূতি নিয়েই আজকের লেখা এই অনু কবিতা গুলো।
হারিয়ে যাবো একদিন আমি এই পৃথিবী থেকে,
প্রিয়জনরা কাঁদবে আমার পাশে বসে।
শুনব না আমি আর তাদের কান্না গুলো,
দেখবে সবাই চেয়ে শেষবারের মতো।
কিভাবে যাব আমি এই মায়া ত্যাগ করে,
পরিবারের ভালোবাসা গুলো পাবো না,
আমি কখনো আর সবার মতো করে।
প্রকৃতির এই মায়া ভরা বুকের মাঝে,
বাঁচতে চাই আমি হাজার বছর ধরে।
প্রকৃতির ভালোবাসা পেয়ে,
ধন্য হয়েছে আমার এই জীবন জুড়ে।
তাইতো আমি বারেবারে,
ফিরে আসতে চাই,
এই মায়াভরা প্রকৃতির মাঝে।
আজ এই ব্যস্তময় দিনে,
তোমার কথা খুব মনে পড়ে।
তোমার কথা মনে হলে,
ব্যস্ততা কেটে উঠে আমার এক নিমিষে।
কিভাবে আছি আমি তোমায় ছেড়ে,
অচেনা এই শহরে,
হাজারো কষ্ট বুকে নিয়ে,
তবুও থাকি সুখের কারণে।
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।