DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডেকোরেশন বল তৈরি।।
9 comments
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট । যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে আমি ১৭ তারিখে রাত্রে যখন শুনতে পেলাম আমি ১৮ তারিখে তিন দিনের ছুটি পাচ্ছি । তো সেদিন রাত্রে এসে অতি দ্রুততার সহিত এই ডেকোরেশন বলটি তৈরি করেছিলাম। কারণ আমি জানতাম আমি বাড়িতে ছুটি আসলে আমি আর ডাই তৈরি করতে পারবো না। অল্প দিনের ছুটিতে বাড়িতে আসলে বাড়ির কাজ করতেই সারাদিন চলে যায়। রাত্রে যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে একটিভ থাকার চেষ্টা করি। তবে এই ডেকোরেশন বলটি ঝুলিয়ে রাখলেই বেশি সুন্দর দেখাচ্ছিল। ফটোগ্রাফির মাধ্যমে অতটা সুন্দর ফুটিয়ে তুলতে পারছি না। তারপরেও যেটুকু সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পেরেছি আমার কাছে ভালোই লেগেছিল। আমি আশা করি এই ডেকোরেশন বলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর ডেকোরেশন বলটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর এই ডেকোরেশন বলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। ডায়মন্ড জরি ।
প্রথমে আমি সাদা এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৮ সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটার করে এক টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং একপাশ থেকে পেঁচিয়ে গোল করে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার চার সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরা এবং তিন সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরা সাদা গ্লিটার ফোম সিট কেটে নিলাম।এবং চার সেন্টিমিটার ব্যাসার্ধের গ্লিটার ফোম সিট টুকরোকে আয়রনের সাহায্যে তাপ দিয়ে হালকা বাঁকিয়ে নিলাম। তারপর তিন সেন্টিমিটার ব্যাসার্ধের গ্লিটার ফোমের টুকরোকে গ্লু গানের সাহায্যে মুখোমুখি লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার গোলাকার করা গ্লিটার ফোমের টুকরোকে চার সেন্টিমিটার ব্যাসার্ধের গিটার ফোমের টুকরোর উপরে গ্লু গানের সাহায্যে উভয় পাশে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার ৮ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার করে ভিন্ন কালারের দুইটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে আট + আট টোটাল ষোল টুকরো গিটার ফোম সিট কেটে নিলাম। এবং মাঝখান দিয়ে ভাজ করে ভাজের মাঝখান দিয়ে কেটে মাথা থেকে ০.৫ সেন্টিমিটার বাদ রেখে বাকি অংশ কেটে নিলাম। এবং দুই ধরনের গ্লিটার ফোম সিট এর দুই মাথা একসাথে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার জোড়া লাগানো এক মাথা থেকে চুলের বেনি করার মতো করে একে একে তিনবার উল্টিয়ে দুই মাথা একসাথে
গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম । এবং মাঝখানে পিংক কালারের গ্লিটার ফোম সিটটের টুকরোকে পাশাপাশি গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার প্রত্যেক টুকরো গ্লিটার ফোম সিটের টুকরোর মাথাগুলো সুচালো করে কেটে নিলাম । এবং এক মাথা, গোল করা সাদা গ্লিটার ফোম সিট এর সাথে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার প্রথম পাশে যেভাবে লাগানো হয়েছিল ঠিক উল্টো পাশেও একইভাবে সূচালো মাথাগুলো গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং সাদা গ্লিটার ফোম সিটের অংশগুলোকে একটির সাথে আরেকটি গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।
এবার ৫ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম সিট এবং ০.৫ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম সিট কেটে বলটির বৃতি তৈরি করে নিলাম। এবং গ্লু গানের সাহায্যে বৃতিটি বলের সাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে বলটির জোড়া লাগানো সাদা অংশে গ্লু গানের সাহায্যে ডায়মন্ড জরি লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমেই ডেকোরেশন বলটি তৈরীর শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে এই মধ্যরাতে ডেকোরেশন বলটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই ডেকোরেশন বলটি দেখে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Comments