আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম পাওয়ার আপ নিয়ে। যদিও আজকে আমি একটি আমার জীবনের গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তুু তিন দিনের ছুটিতে নিজ বাসায় এসে সাংসারিক কাজ এবং ছোট ছেলেকে সময় দিতেই আমার আর জীবনের গল্প আপনাদের মাঝে শেয়ার করা হলো না। যার ফলে আজকে শুধু ১০ স্টিম পাওয়ার আপ করে আপনাদের সাথে একটিভ থাকলাম। তারপরেও পাওয়ার আপ পোস্টটি করে আমার এই জন্য ভালো লাগছে যে, সামান্য কিছু হলেও নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি। তাছাড়াও 4x dolphin এর লক্ষ্যমাত্রাতো সামনে আছেই। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক আমি কিভাবে ১০ স্টিম পাওয়ার আপ করেছি।
*** পাওয়ার আপ যে ভাবে করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।***
পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ৬৫.৬৯৬ এবং পাওয়ার আপ স্টিম ছিল ১৯৮০৪.৬৬১ এখুন আমি যেভাবে স্টিমকে পাওয়ার আপ করবো।
এরপর আমি স্টিমিটের ড্রপডাউন বাটনে চাপ দিব।তারপর পাওয়ার আপ বাটনটি নির্বাচন করবো।
এখানে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট ১০ স্টিম বসিয়ে দিব। এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।
কনফার্মেশন আরেকটি মেসেজ আসবে। যদি সবকিছু ঠিক থাকে তাহল আমি ওকে বাটনে ক্লিক করে প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন করে নিবো। এবং পাওয়ার আপ এর কার্যক্রম সম্পন্ন করে নিবো।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিকুইড স্টিম কমে গিয়েছে এবং এস পি বৃদ্ধি পেয়েছে। আর এভাবেই আমি পাওয়ার আপ এর ধাপ গুলো সম্পূর্ণ্য করে নিলাম।
পূর্বে এসপি ছিল | ১৯,৮০৪.৬৬১ স্টিম |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান এসপি | ১৯৮১৪.৬৬৩ স্টিম |
অবশেষে নিজের আইডির শক্তি বৃদ্ধি এবং চতুর্থ ডলফিন এর দিকে এগিয়ে যাওয়ার জন্য পাওয়ার আপ পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাছাড়াই পাওয়ার আপের পোস্টটি যে রকম আমার আইডির সক্ষমতার বৃদ্ধি হল ঠিক সেরকম ভাবে আপনাদের সাথে একটিভ থাকতে পারলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন অতি দ্রুত আমার পরবর্তী লক্ষ চতুর্থ ডলফিন অর্জন করতে পারি । তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটা নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।🙏 💪🙏
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।