আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আজকেও আমার হলিডে ছিল আর আজকে হলিডে থাকার কারণে দীর্ঘ এক সপ্তাহ পর আজকে পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে ছিলাম। সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা করে আবার ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে বিকাল তিনটা বেজে গিয়েছিল তারপর তড়িঘড়ি করে দুপুরের লাঞ্চটা শেষ করে। গ্লিটার ফোম সিট নিয়ে বসে গেলাম খুবই সাধারণের মধ্যে একটি শামুক তৈরি করার জন্য। তবে গত দুইদিন পূর্বে বৃষ্টি হওয়ার কারণে এখন ঢাকা শহরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। রাতের শেষ ভাগে এখন হালকা হালকা শীত লাগে। আর এই আবহাওয়া পরিবর্তনের ফলে পরিবারের অনেকেরই ঠান্ডা জ্বর লেগে আছে। সবাই এই সময়টাতে একটু সাবধানতা অবলম্বন করবেন যেন কোন প্রকার অসুস্থতার মাঝে না পড়েন। যাইহোক গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি, শামুকটি তৈরি করার পর আমার কাছে কিন্তুু ভালোই লেগেছিল । আমি আশা করি গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি শামুকটি আপনারা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর শামুকটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি শামুক তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। সাদা কট সুতা।
প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ১ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার করে ২ টি রংয়ের গ্লিটার ফোম সিট থেকে টোটাল ৩২ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম।যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার সাদা কট সুতা এবং সুচের সাহায্যে একটি কালো এবং একটি লাল পুথি গেথে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার প্রত্যেক টুকরো গ্লিটার ফোম সিট এর এক মাথায় সুচের সাহায্যে ফুটো করে কট সুতাটি পোড়িয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার একটি সাথে আরেকটি গেথে রাখা গ্লিটার ফোমের টুকরোগুলোর উল্টোপাশে একটা করে প্যাচ দিয়ে সূচের সাহায্যে গেঁথে নিলাম। এবার অতিরিক্ত কট সুতাগুলো টেনে একপাশে বাহির করে নিলাম। এবং শামুকের আকৃতি করে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে তৈরি করা শামুকটির উপরে একটি কালো এবং একটি লাল পুথি বসিয়ে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমেই সুন্দর এই শামুকটি তৈরীর শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই শামুকটি অতি দ্রুততার সাথে সিম্পল ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি আশা করি আপনারা এই গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি শামুকটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।