বাংলা কবিতা ✍️পথের আলো

litonali -

১২বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
২৫এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৭শাওয়াল ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
গ্রীষ্মকাল।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


গত কয়েকদিন আগে একটি রাজ্য, একজন রাজা একজন সেনাপতি এবং কিছু প্রজার সাথে দেখা হয়েছিল। কি অবাক হচ্ছে তো হবার ই কথা। বলছি মিরপুর রেলওয়ে স্টেশন এর ধারে ভাঙ্গা ঝুপড়ি ঘরে বসবাস করা ৫ অবুঝ বালকের কথা।কে কোথাকার কেউ জানেনা।তবুও ৫জন মিলে একত্রে একটি পরিবারের মতো করে বসবাস করে। বিকেল বেলায় ঘুরতে বের হয়েছিলাম। একজন বালক এসে বলল আমরা আজ সারাদিন না খেয়ে রয়েছি আমাদের একটু খাবার দেন।এমনিতেই তখন তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করলো। তখন সে একে একে সব কথা বলতে লাগলো। একে একে ভেসে আসা এই স্টেশনে তারা পাঁচজন বালক। দুজন ছোট এবং তিনজন একটু বড়। বাবা মা ঘর বাড়ি আত্মীয় পরিজন কোথায় কেউ তা জানে না। এই স্টেশনেই তাদের বেড়ে ওঠা আর স্টেশনেই তাদের রাজপ্রাসাদ। ভাঙা ঝুপড়ি ঘরে স্টেশনের পাশে থেকে মোটামুটি দুবেলা কিছু একটা খেয়ে যে এতটা সুখে থাকা যায় ওদের না দেখলে বুঝতে পারতাম না। তবে ওরা পাঁচজন আছে একসাথে খুব মিলেমিশে। ওদের দেখে খুব মায়া হল। আমরা কজন ছিলাম ওদেরকে যথাযথ সহায়তা করলাম। আর আজ ওদের সম্পর্কে একটি কবিতা লিখলাম। বাস্তব চোখে দেখা ঘটনা কে কেন্দ্র করে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


পথের আলো।

পথের আলো পথেই ফোটে,

চাঁদের মতো মুখের হাসি,
পেটে ক্ষুধা তবু তার মুখটা মায়াবী,
সে যেন এক রাজ্যের সেনাপতি।

খুব যে তার বাহাদুরি সবাই পায় ভয়,
দ্বায়িত্ব তার অনেক বড় প্রজা গুলো তার,
ঝড় বাতাসের ছাতা সবার,
ফুটপাত টা রাজ্য তার।

আলোর থেকে তারা ছড়িয়ে দেয় আলো,
চাঁদের আলো হাড় মেনে যায় তাদের আলো দেখে,
ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা চাদের আলোয় সাজে।
রাজপ্রাসাদ ভেবে তারা মনে মনে হাসে।

নেই বাবা মা নেই পরিজন কোথা থেকে এলো,
কোথা থেকে এসে আবার রাজ্য গঠন করলো,
সমান অধিকার সেথায় সবার নেই যে ভেদাভেদ।
কো জাতের কে বা কোনজন কে বা তা জানে।

ওরা জানে সবাই মানুষ,সবাই তারা আপন।
রাত পোহালে খাবার খোঁজে সবাই মিলো খাবে।
কি জাত বলো ভেদাভেদে,রক্ত যে সব লাল,
আছি সবাই একই সাথে থাকবো চিরকাল।



ডিভাইসঃ Redmi Note 5


>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile