গান কভার:)- আমার একটা নদী ছিলো। Song Cover By @limon88

limon88 -
গান কভার:)- আমার একটা নদী ছিলো।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গান কভার:)- আমার একটা নদী ছিলো। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

প্রথমেই বিনোদন প্রেমিকদের কে স্বাগতম জানাচ্ছি। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। আজকে একটি আমার পছন্দের গান কভার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গানটির নাম হচ্ছে আমার একটা নদী ছিলো জানালো না তো কেউ। এক সময়ের জনপ্রিয় একটি গান। গানটি আগে অনেক শোনা হতো। তবে এখন আর আগের মতো গান শোনা হয় না। এধরনের পুরানো দিনের গান গুলোর কথা এবং সুর জাস্ট অসাধারন লাগে। গতকাল গানটি কভার করেছিলাম। গান গেয়ে আপনাদের কে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে গান কভার করার আনন্দই অন্য রকম। আমি আমার সর্বোচ্চ দিয়ে গান কভার করার চেষ্টা করেছি। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই শুনবেন এবং আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

Loading iframe

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ

আমার একটা,,,,
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা নদী ছিলো
জানালো নাতো কেউ

বাঁক ছিল তার শাখে শাখে
শাখায় শাখায় বাঁকে বাঁকে
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানালো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান।
ডিভাইসrealme 9
বিষয়আমার একটা নদী ছিলো।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞