"আমার ব্লগে সবাইকে স্বাগতম" |
---|
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি ভিন্ন রকম একটি পোস্ট নিয়ে হাজির হলাম। জেনারেল রাইটিং:)-মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক!
বর্তমান সময়ে খুব খারাপ অবস্থা সবার। কারন হচ্ছে সারা দেশে যে গরম পরেছে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এমনিতেই তো গরম আবার অন্য দিকে প্রচুর পরিমাণে লোডশেডিং। দিনে কারেন্ট কম বেশি থাকলেও আবার রাতের বেলায় কারেন্ট চলে যায়। শহরে যদিও খুব কারেন্ট কম যায়। তবে গ্রামে তো আরো খারাপ অবস্থা। একবার কারেন্ট চলে গেলে ৪-৫ ঘন্টা পরে কারেন্ট আসে। আমার অফিস ছুটি হয় বিকেল পাঁচটায়। গতকাল বিকেল বেলায় আবহাওয়া খুব সুন্দর ছিলো। ঠান্ডা ঠান্ডা বাতাস ছিলো এজন্য একটু গরম কম লেগেছে। অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম।
এর পরে ভাবলাম আবহাওয়া তো বেশ ভালো। তাই কিছু সময়ের জন্য একটু নদীর পাড়ে থেকে ঘুরে আসি। মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে আমার কাছে ভীষণ ভালো লাগে। নদীর পাড়ে গেলে ফুরফুরে বাতাসে মন অটোমেটিক ভালো হয়ে যায়। নদীর পাড়ে গিয়ে দেখি নদীতে কম পানি। এজন্য নদীর আশে পাশে লোকজন ধান চাষ করেছেন। আমি একটা নৌকা দেখতে পেলাম। নৌকা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট বেলায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে। বন্ধুরা মিলে এধরনের নৌকা গুলো চালিয়েছি। আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। নদীর পাড়ে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। এবং কিছু ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি। আসলে আমি কোথাও গেলে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করি। এর পরে নদীর পাশে দেখলাম সবুজ ধান ক্ষেত দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধান ক্ষেতের ফটোগ্রাফি করলাম।
বেশ কিছু সময় নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। নদীর পাড়ে গেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসি। সবুজ ধান ক্ষেতের সাথে আমি একটু ভিন্ন ভাবে সেলফি নিলাম। নীল আকাশের নিচে সবুজ ধান ক্ষেত দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ কিছু সময় সেখানে ঘুরোঘুরি করলাম। এর পরে সন্ধ্যার আগে আমি বাসায় ফিরে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার আমার পোস্ট ভিজিট করে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইজ | realme 9 |
বিষয় | মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞