গান কভার:)- বন্ধু আমার রাতেরো আকাশ।

limon88 -
গান কভার:)- বন্ধু আমার রাতেরো আকাশ।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম।"

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। গান কভার:)- বন্ধু আমার রাতেরো আকাশ। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

প্রতি সপ্তাহের ন্যায় আজকেও একটি গান কভার করার চেষ্টা করলাম। শত ব্যাস্ততার মাঝে ও একটু বিনোদন খুব বেশি জরুরী। গান কভার করে আপনাদের সবাইকে বিনোদন দিতে ভালো লাগে। গান হচ্ছে মনের খোরাক। কম বেশি আমরা সকলেই গান পছন্দ করি। আমি যদিও তেমন একটা গান গাইতে পারিনা তবে নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি। অনেক দিন পরে আজকে অফিস একটু তাড়াতাড়ি ছুটি হলো। বাসায় এসে নাস্তা করে ফ্রি হলাম। এর পরে ইউটিউব এ কিছু গান দেখলাম। হঠাৎ করে বন্ধু আমার রাতেরো আকাশ গানটি চোখে পড়লো। এর পরে কয়েকবার গানটি শুনলাম। এর পরে আমি গানটিকে কভার করে ফেললাম। গানের লিরিক্স আমার কাছে ভালো লেগেছে। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। গানটি শোনার পর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

Loading iframe

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা (x2)

এখন বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় একা পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়।

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দঃখ কুড়াই (x2)

তারার মতো শতো ব্যাথা বুকে নিভে জ্বলে
এখন আমি প্রহর কাটাই জোনাক দলে
বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
আমার বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় এক পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়।

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন (x2)

দুঃখ ভরা পবনেতে ফেলিরে নিশ্বাস
এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস
বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
আমার বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় এক পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়।

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়বন্ধু আমার রাতেরো আকাশ।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞