আমরা সবাই ক্ষণিকের অতিথি মাত্র।

limon88 -
আমরা সবাই ক্ষণিকের অতিথি মাত্র।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই ক্ষণিকের অতিথি মাত্র। চলুন তাহলে এবার শুরু করা যাক।

দুনিয়াতে আমরা সবাই ক্ষণিকের অতিথি মাত্র। বর্তমান মানুষের গড় আয়ু অনেক কম। এখন মানুষ খুব কম সময়ে মারা যাচ্ছে। দুনিয়ার মায়ায় পরে আমরা কত কিছুই না করছি তা বলা মুশকিল। কখন কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ বলতে পারিনা। কিছু কিছু মানুষের মৃত্যু আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। আমাদের অফিসের একজন কর্মকর্তা তিনি ম্যাকানিজ ইনচার্জ। ১৫ তারিখ সারাদিন অফিসে ডিউটি করেন। এর পরে রাত ১১ টা পর্যন্ত ডিউটি করে অফিস থেকে বাসায় যায়। একজন সুস্থ মানুষ। সারাদিন আমাদের সবার সাথে হাসি ঠাট্টা এবং দুষ্টামি করে। অনেক ভালো মনের একজন মানুষ। কোন সময় মন খারাপ করে থাকতে পারে না।

এর পরে খাওয়া দাওয়া করে ঘুমায়। সকাল বেলায় নাকি ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে হঠাৎ করে ব্রেন্ড স্ট্রোক করেন। এর পরে হাসপাতালে নিবে এমন সময় বাসার মধ্যে মারা যান। লোকটির বাড়ি হচ্ছে রংপুর পিরোজপুর জেলায়। এর পরে এখানে জানাজা অনুষ্ঠিত হয়। তার পরে মৃত ব্যক্তির লাশ নিয়ে গ্রামে যাওয়া হয়। সারাদিন তো অনেক ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পর যখন বাসায় থেকে বের হয়ে অফিস এর সামনে গেলাম। তখন আমি ঘটনাটি শুনতে পাই। তখন তো ভীষণ খারাপ লাগে। গতকাল লোকটির সাথে আমরা সকলেই মিলে গল্প করতে করতে চা খেলাম। আর আজকে লোকটি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলো। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) আজকে অফিসে মুনাজাত হলো আল্লাহ তায়ালা যেনো ওনাকে জান্নাত বাসী করেন। (আমিন)

দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সকলকেই চলে যেতে হবে। হয়তো দুদিন আগে আর পরে। এখন বেশিরভাগ মানুষ ব্রেন্ডন স্ট্রোক আর হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। আমাদের সব সময়ই মন ভালো রাখতে হবে। বেশিরভাগ সময় মানসিক চাপ এর ফলে ও বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয়। গতকাল পোস্ট করতে পারিনি পারিবারিক বেশ কিছু ঝামেলার মধ্যে ছিলাম। আজকে পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেলো। আপনারা সকলেই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসrealme 9
বিষয়আমরা সবাই ক্ষণিকের অতিথি মাত্র।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটার@limon88


🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞