DIY projects:- đŸĨ "āĻ°āĻ™āĻŋāĻ¨ āĻ•āĻžāĻ—āĻœ āĻĻāĻŋāĻ¯āĻŧā§‡ āĻŽā§āĻ°āĻ—āĻŋāĻ° āĻ›āĻžāĻ¨āĻž āĻ¤ā§ˆāĻ°āĻŋ" đŸĨ

limon88 -
💫 "সৃজনশীলতাই শক্তি" 💫
🐥 "রঙিন কাগজ দিয়ে মুরগির ছানা তৈরি" 🐥
💞 "রঙিন কাগজের সাথে বন্ধুত্ব হয়ে গেছে" 💞
🐥 "মুরগির ছানা" 🐥

সবাইকে স্বাগতম 🥀
ভালোবাসি নতুন কিছু শিখতে। ভালো থাকা মানেই স্টীমিট প্লাটফর্ম 🌹 আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে রঙিন কাগজ দিয়ে মুরগির ছানা তৈরি" 🐥 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️

রঙিন কাগজ

পেন্সিল

কাঁচি

আঠা

সাইন পেন

এস্কেল

🐥 "তৈরির প্রক্রিয়া চলছে" 🐥
আমি হলুদ রঙের রঙিন কাগজ নিলাম। এবার আমি কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আবার ও আমি রঙিন কাগজ কেটে নিলাম। এবার একেই ভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
🐥 "তৈরির প্রক্রিয়া চলছে" 🐥
এবার আমি দুইটা কেই আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পরে আমি এখন রঙিন কাগজ কেটে মুরগির ছানার ডানা বানিয়ে নিলাম। এবার আমি মুরগির ছানার ডানা রং করে নিলাম। এবার আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
🐥 "তৈরির প্রক্রিয়া চলছে" 🐥
এবার আমি রঙিন কাগজ কেটে ঠোঁট বানিয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি সাইন পেন দিয়ে চোখ বানিয়ে নিলাম। তার পরে আমি এবার রঙিন কাগজ কেটে মাথার ফুল বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেলো মুরগির ছানা 🐥।
🐥 "রঙিন কাগজের মুরগির ছানা" 🐥
রঙিন কাগজ দিয়ে মুরগির ছানা তৈরি হয়েছে। দেখতে মুরগির ছানা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি সকলেই পাশে থাকবেন ইনশাল্লাহ 🤲 আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট
ডিভাইজVivo Y12A
বিষয়রঙিন কাগজ দিয়ে মুরগির ছানা তৈরি" 🐥
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

💞 আল্লাহ হাফেজ 💞