"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই পরিবার নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি। তবে বেশ কিছু কারনে তেমন ভালো নেই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনূভুতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আজকে দুপুরের পর থেকে মনটা ভীষণ খারাপ। সকাল বেলায় অফিস এ আসলাম। এর পরে মোটামুটি কাজ করলাম। এর পরে যখন লাঞ্চ করতে বাসায় গেলাম গিয়ে দেখি বাসায় কেউ নেই। এর পরে রুমের দরজা খুলে ভিতরে গেলাম ফ্রেশ হয়ে খাবার খেলাম। এর পরে ওয়াইফ এর নাম্বারে ফোন দিলাম। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর কথা হলো। হঠাৎ করে আমার শশুর ভীষণ অসুস্থ। শুনে মনটা খারাপ হয়ে গেলো। কিছুদিন আগে অসুস্থ ছিলো এর পরে কয়েকদিন ভালো ছিলো। দুইদিন পর চোখ অপারেশন করতে হবে। আজকে আবার অসুস্থ সত্যি খুব খারাপ অবস্থা। চাকরি জিবিদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকে না। আজকে যদি আমি অফিস এ না যাই তাহলে বেতনটা পাবো না। এর পরে আমার কাছে কিছু টাকা ছিলো সেগুলো আমার ওয়াইফ এর ফোনে পাঠিয়ে দিলাম। আর বললাম আমি যেতে পারছি না। আমার ওয়াইফ বললো সমস্যা নেই এখানে আমার বড় আছে মা আছে এবং আমি আছি। আপনারা সকলেই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন।
আজকে কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। কয়েকদিন আগে আমি একটু গ্রামীণ পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম। ভাবলাম তাহলে আজকে এটা নিয়া পোস্ট করা যাক। আসলে বেশ কিছু দিন ধরে অনেক ব্যস্ত সময় পার করতেছি। আশাকরি আল্লাহর রহমতে আবারো সব কিছু ঠিক হয়ে যাবে। স্টিমিট এর কাজ গুলো ও ঠিক ভাবে করতে পারছি না। এর পরে ও নিজের সাধ্যমত কাজ গুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গ্রামীণ পরিবেশে সময় কাটাতে আমার জানা মতে কম বেশি সবার ভালো লাগে। সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। শত ব্যস্ততার মাঝেও সময় পেলে ঘুরতে পছন্দ করি। সেদিন আমি সুন্দর একটি সময় উপভোগ করেছিলাম। আর সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপহার দিলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | গ্রামীণ পরিবেশে সময় কাটানোর অনূভুতি। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞