New to Nutbox?

The diary game. Betterlife. 27/10/2024.আজ জার্নি করার মাধ্যমে শীতের আমেজ উপভোগ করলাম।

3 comments

kuhinoor
64
20 hours agoSteemit3 min read

Hello everyone.

I am @kuhinoor From Bangladesh.

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফলপ্রসূ ডাইরি। শীতের সকালের কুয়াশা টা আজ আমার চোখে পড়েছে

Copy of Green Blue Minimalist Travel Agency Promotion Facebook Post_20241030_122940_0000.png

ভোর ৫ ঘটিকার সময় আমাদের গাড়ি আসার কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সকাল আটটার দিকে আসবে। আমার সবার আগে বাড়িতে আসতে হবে। তাই আমি সকালবেলা নাস্তা না খেয়ে বাসা থেকে রওনা দিলাম। নিজে তৈরি হয়ে বেরিয়ে গেলাম পরে একটি অটোবাইক চড়ে বাসস্ট্যান্ডে পৌঁছলাম। তারপর আমি অটো ভাড়া পরিশোধ করে আমি বাসস্ট্যান্ডে পৌঁছলাম। বাসের জন্য আমি প্রায় দশ মিনিট অপেক্ষা করি। তারপর আমি ভবেরচরের ভবের উদ্দেশ্যে রওনা দিলাম । মেঘনার কাছাকাছি এসে দেখি চারপাশে কুয়াশায় ঘেরা। সূর্যের একটি বিরল দৃশ্য জামার কাছে খুব ভালো লেগেছে আমার পাশে একজন লোক বসা আছে সেও জানালা দিয়ে বাইরে দিকে তাকিয়ে আছে। আমি কয়েকটি ফটোশপ নিলাম মনে হল যে শীত এখন থেকে শুরু।

20241027_070205.jpg

20241027_065237.jpg

আর একটু সামনে যেতে যেতে দেখলাম যে সূর্যটা আরো সুন্দর আকৃতি ধারণ করছে। কিছুক্ষণ যে আমি আটকে পড়লাম। মেঘনা টোল প্লাজা এসে দশ মিনিটের মত অপেক্ষা করতে হলো। তারপর আবার গাড়ি ছাড়লো নিজ গন্তব্যে। আমি একা একা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো চারপাশে কুয়াশা দেখি। মেঘনা ব্রিজের উপরে এসে দিকে তাকাতেই দেখলাম সুন্দর লঞ্চ নৌকা কার্গো স্পিডবোট।

20241027_065226.jpg

20241027_065248.jpg

কিছু দূরে আসতেই আমি বাস থেকে এক বোতল পানি ক্রয় করলাম। আমার অনেক ক্লান্ত লাগছে বেশি দূর না তারপরও খারাপ লাগছে যেহেতু আমি একা একা। তৃগো প্রতিজ্ঞার পরে আমি ভবের ছেলে এসে নামলাম। এখন আমি সিএনজির জন্য অপেক্ষা করলাম। ওরে আমার এক পরিচিত বড় আপুর সাথে আমার দেখা হল। আপু আমাকে জড়িয়ে ধরে বলল কোথায় গিয়েছিলে। আপু ঢাকা তাহলে চলো দুজনে একসাথে মজা করতে করতে বাড়িতে চলে যাই। সিএনজিতে আপুর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। সকাল বেলা এখনো আটটা বাজে নি।

20241027_070655.jpg

20241027_070647.jpg

এখন আমরা দুজনে এসে চরকালিপুর নৌকা ঘাটে এসে পৌঁছলাম। ভাড়া পরিশোধ করলাম। আমার সাথের কলিক আমাকে কল দিয়ে বলেছিল তুমি দাঁড়াও আমি তোমার সাথে যাব কিন্তু সময় স্বল্পতার কারণে আমি থাকতে পারিনি। পরে আবার নৌকা এসে তাকে কল দিলাম কতটুকু এসেছ দুই মিনিট সময় হলে অপেক্ষা করতে পারি না তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে। নৌকা ঘাটে এসে দেখি মাঝিরা সবাই নৌকা নিয়ে বসে আছে।

20241027_075022.jpg

20241027_075024.jpg

নদীর সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে আমি ক্যামেরাবন্দী করলাম। যাদের কাছাকাছি আসতেই দেখতে পাচ্ছি বড় ইটের ভাটা। খুব দূর থেকো সেটা লক্ষ্য করা যায় নৌকা ঠিক এই ইটের ভাটা টা কে লক্ষ্য করেই এলাকাতে আসে। নৌকা থেকে নেমে অটোবাইকের চরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং হোটেল থেকে আমরা দুজনে নাস্তা খেয়ে নিলাম। এখন আমি আমার বাড়িতে চলে আসলাম। আবার ফ্রেশ হয়ে আমি স্কুলে চলে যাব।

20241027_080553.jpg

20241027_080557.jpg

দিনটি আমার জন্য খুব। সবাই আমার জন্য দোয়া করবেন সব সময় সকলের মঙ্গল কামনা করছি। এ পর্যন্ত আল্লাহ হাফেজ

  • আমার ডায়েরী পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9AnVU5fayiS2nNeF7ptuT86YLYGk9RqkgeGpd7R1Q4BvJDn2Np4BnSbWTWYyKm8BFHwuMphmoS2Bw.gif

Comments

Sort byBest