ময়দানে ক্রিকেট!
5 comments
নমস্কার বন্ধুরা,
খেলাধুলো শরীরের পক্ষে খুব ভালো সেজন্য বিগত রবিবারে ফের খেলতে চলে গিয়েছিলাম আমার কিছু ক্লায়েন্ট, পরিচিতদের সাথে। কয়েকদিন আগে ঠিক বছর বাদে ক্রিকেট খেলেছি সে নিয়ে যে কি মাত্রায় গায়ের ব্যথা, আর কি ভয়ানক কষ্ট বলে বোঝানো সম্ভব নয়। কদিন তো ভালোভাবে কাঁধ ওঠানামা পর্যন্ত করতে পারিনি। পিঠে পর্যন্ত ভালো ব্যথা ছিলো। ব্যথার মধ্যেও এটাই আনন্দ, এতদিন পরে গা হাত পায়ের পেশি গুলো কিছুটা নাড়াচাড়া করলো। আসলে মাঝে মধ্যে খেলতে তো ভালোই লাগে, কারণ যখন খুব ছোট ছিলাম তখন খেলা নিয়ে রীতিমতো বেশ আগ্রহ ছিলো। এমনকি জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার দুতিন দিন আগ পর্যন্ত খেলেছি এমন ঘটনা আছে।
তবে আজকের খেলাটা মোটেই প্র্যাকটিস ছিল না।সবাই প্র্যাকটিস বেশ ক'দিন ধরেই করছিল তাই কজন মিলে ভাবনা চিন্তা করে একটা ম্যাচ করা চিন্তাভাবনা হলো। ম্যাচ আবার কোথায়? কলকাতা শহরের বিখ্যাত ময়দানে। ময়দানের অনেকগুলো মাঠের মধ্যে একটা মাঠ নিয়ে সারাদিনের জন্য নেওয়া হয়েছিল। আমি ময়দানে খুব কমই এসেছি। প্রথম এসেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীর সভার দেখতে। ওরে বাপরে বাপ! সেদিন কি পরিমাণে ভিড় আর ধুলো খেয়েছিলাম সেটা রোববার মাঠে ঢোকার সময় মনে পড়ে গেল।
সকাল থেকে খেলা ছিল। তবে দুর্ভাগ্য শুক্রবার এলার্জি হয়েছিল, তারপর থেকে আমার গা হাত পা অত্যন্ত ব্যথা। সেজন্য প্রথমে খেলব না ভেবেছিলাম তারপর যখন মাঠে গেলাম তখন থেমে থাকতে পারেনি। অল্প কিছুটা ফিল্ডিং করলাম সেই সাথে গোটা মাঠ জুড়ে রোদ্দুর গায়ে লাগিয়ে বেড়ালাম। রোদ লেগে, শরীর একটু ভালো লাগছিল। এলার্জি হয়ে অগণিত হাঁচি সেটার জন্য মূলত সমস্যা। মাঠের রোদ্দুরে ব্যথা একটু কমলো, তাই কিছুটা সময় ফিল্ডিং করলাম তবে ব্যাট করা কিংবা বল করা কিছুতেই হাত দিতে পারিনি। খেলছিলাম তার উল্টোদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল।
অল্প গা ঘামিয়ে নিয়ে দূরে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল উপভোগ করতে বসলাম। তারপর খাওয়া দাওয়ার ডাক পড়ল। আসলে বড় গ্রুপের সাথে থাকলে এটাই খুব ভালো, তাদের খেলাধুলা যেমনই হোক খাওয়া দাওয়া দুর্দান্ত থাকে। মটরশুটি ভাত এবং ঝাল ঝাল চিকেনের ঝোল। আহা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Comments