নমস্কার,
বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বছরের ৪৬ তম পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি।
স্টিমিট যাত্রার পর থেকেই আমি পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত রূপে শুরু করি ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করে ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে। প্রতিনিয়ত অল্প অল্প পাওয়ার আপ করে ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। সেই লক্ষ্যে পৌঁছে ফের সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালেই ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সাল শুরু হওয়ার পর টার্গেট ডিসেম্বর-৩ এ নতুন লক্ষ্যমাত্রা নিলাম ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা আমি বিগত ১৫-ই নভেম্বর ২০২৩ তারিখে পূর্ন করেছি। নতুন বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে আমি পাওয়ার আপের পথচলা শুরু করি। ২০২৪ সালে আমার লক্ষ্য ছিলো ৪৫,০০০ SP বা নাইন ডলফিন। যা আমার সদ্য পূর্ণ হয়েছে। আর সব কিছুই সম্ভব হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসায়।
বছর শেষ হতে এখন বেশ কিছুটা সময় বাকি, তাই থেমে না গিয়ে এগোতে থাকবো। সামনের তিন মাসে চেস্টা করবো ৫০,০০০ SP র যত কাছাকাছি পৌঁছে যেতে পারি।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৪৯,১৩০ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৪৯,১৬০ SP।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
আজকের মতো বিদায় জানালাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।