ব্যাটারি সমস্যা মিটতেই ক্যামেরা বিপত্তি
7 comments
নমস্কার বন্ধুরা,
এক বিপত্তি যেতে না যেতেই, আরো এক বিপত্তি এসে হাজির। মোবাইলের ব্যাটারিটা সেদিনই পাল্টে নিয়ে এলাম। মোবাইলটা ঠিক করতে দেওয়ার আগে সম্পূর্ণরূপে ফরম্যাট করতে হয়েছিল শনিবার সব কাজের ফাঁকে ফাঁকে তাই সেটাপ করছিলাম। ব্যাটারি তো দুর্দান্তই চলছে। যেখানে আগে অল্প স্ক্রিন ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ হুর হুর করে কমে যেতো সেখানে এখন কমছে না বললেই চলে। ব্যাটারি ব্যাকআপ থাকবে কিনা তা নিয়ে আমার সন্দেহ ধীরে ধীরে কেটে যাচ্ছিলো। প্রথম যখন ফোনটা কিনেছিলাম তখনের মতো ব্যাকআপ পাবো। আহা! সব ঠিকই ছিলো। সমস্যা বাধলো বাড়িতে ভিডিও কল করতে গিয়ে। সন্ধ্যে বেলায় বাড়িতে ভিডিও কল করতে গিয়ে সেলফি ক্যামেরা কালো হয়ে গেলো। মনে পড়লো মোবাইল সেটআপ করলেও ক্যামেরা সেটআপ করি নি। বাড়িতে ফোন কেটে ক্যামেরা অ্যাপটা খুলে বসলাম। পেছনের ক্যামেরা ঠিকঠাক ভাবেই কাজ করছে। আশ্বস্ত হলাম কিছুটা। কিন্তু সেলফি ক্যামেরা প্রেস করতেই ফোন পুরোপুরি হ্যাং হয়ে গেল।
কয়েকবার চেষ্টা করলাম ক্যামেরা অ্যাপ ক্লিয়ার করে যদি ঠিক হয়ে যায় কিন্তু বারবার সেই ব্যর্থতা। মনে আশঙ্কা হয়ে গেল। ব্যাটারি পাল্টাতে গিয়ে ক্যামেরার সমস্যা কি করে সম্ভব হয়। রাতটা ঠিকভাবে ঘুম হলো না। পরদিন রবিবার তাই নতুন করে সার্ভিস সেন্টারে যেতে পারলাম না। তবে সার্ভিস সেন্টারের নাম্বারে তাদের বিষয়টা জানিয়ে রাখলাম।
সোমবার সকাল হতেই আবার সেই সার্ভিস সেন্টারে দৌড়ালাম। তাদেরকে সমস্যা দেখালাম। তারা মোবাইলের ক্যামেরা খুলে টেস্ট করে বললেন আমার ফোনের সেলফি ক্যামেরাটা নাকি খারাপ হয়ে গেছে। মনে প্রমাদ গুনলাম, ৫-৭ হাজার টাকা খসিয়ে নেবে, তাহলে আর ফোনটা ঠিক করবো না। নতুন ক্যামেরা লাগিয়ে দেবে তাতে লাগবে ১৪০০ টাকা। কদিন কাজ চালিয়ে যেতে হবে। বসে থেকে কাজটা করিয়ে নিলাম এবং তারপরে সব কিছু দেখে নিলাম। সব কিছু ঠিকঠাক আছে দেখে আমি সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে পড়লাম।
সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে মনে মনে কেন যেন একটু হাসি পেল। জানিনা কেন। তবে প্রথম যখন শুনেছিলাম নতুন ব্যাটারি লাগিয়ে দিতে মাত্র ১,৫০০ টাকা খরচ পড়বে তখন বেশ আনন্দে ছিলাম। এখন যখন সেলফি ক্যামেরা লাগিয়ে দেওয়ার পরে সব মিলিয়ে খরচ হলো প্রায় ৩,০০০ টাকা। সার্ভিস সেন্টারের কি অদ্ভূত মহিমা। জলদি নতুন ফোন কিনে নিচ্ছি! এখন আপাতত তিন মাসের ওয়ারেন্টি।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS
Comments