New to Nutbox?

সাহায্যের হাত

8 comments

kingporos
80
6 days agoSteemit3 min read

নমস্কার বন্ধুরা,

মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটতে দেখি যেটা সত্যিই আমাকে অবাক করে দেয়। ঘটনা ঘটাকালীন শুধু রাগ হয়। শুধু তাই নয়, একটা খুব বাজে রকমের মন খারাপ লাগে। আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি নিয়ে বিপর্যস্ত লাগে। হয়তো আমরা সবাই এমন কিছু ঘটনার সাক্ষী হতে থাকি যেগুলো খুব ছোটো হলেও, অনাকাঙ্ক্ষিত। যেগুলো আমাদের মনকে নাড়িয়ে দেয়। কেউ হস্তক্ষেপ করি, আবার অনেকেই আছি সেগুলো দেখেও না দেখার ভান করি, বুঝেও না বোঝার ভান করি। সেদিন যেমন এমনই এক ঘটনার সম্মুখীন হলাম যেটা বর্তমান সময়ে মানুষের অপর মানুষের উপর বিশ্বাস উঠে যাওয়ার এক চরম বাস্তবতাকে তুলে ধরেছে।

1000054931.jpg

Copyright free Image Pixabay

কলকাতা মেট্রো চেপে যাচ্ছিলাম, সিট পায়নি বলে দাঁড়িয়েই আছি তখন এক ভদ্রমহিলা সময় জানার জন্য আমার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এক মাঝ বয়সী লোককে জিজ্ঞেস করলেন এবং সাথে তার মোবাইল থেকে মহিলার ছেলেকে একটা ফোন করা যাবে কিনা সেটাও জিজ্ঞেস করলেন। ভিড়ের মাঝে ছেলেকে দেখতে পাচ্ছেন না সেজন্য ফোনে কথা বলবেন। মহিলা পরিবার সহ দীঘা থেকে সকাল বেলায় এসে দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়েছেন তারপরে আবার মেট্রো চলে ফিরছেন বাস ধরবেন বলে। ফোন নেই তাই সাহায্য চাওয়া। যা খুবই ছোট্ট বিষয়। কিন্তু লোকটির উত্তর শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম উনি বললেন আমার তো ছোটো ফোন।

ছোটো মোবাইল দিয়ে ফোন করা যায় না? মানুষ নিজের পিঠ বাঁচাতে গিয়ে অনেক ধরনের অজুহাত দিতে থাকে, যেটা খুব অস্বাভাবিক নয়। এটা আসলে আমাদের সমাজের পরিস্থিতি চোখের সামনে তুলে ধরে। বর্তমানে একে অপরের উপরের ভরসার জায়গাটা মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে। যদিও আমার কানে হেডফোন লাগানো ছিল তবুও আমি সবটাই শুনেছি। আমিই আগ বাড়িয়ে মহিলার ছেলের নাম্বার নিয়ে ফোনে রিং করে ভদ্রমহিলাকে দিলাম। উনি কথা বলে আশ্বস্ত হলেন। ঘটনাটা এইটুকুই।

1000054932.jpg

Copyright free Image Pixabay

মহিলা কলকাতা শহরের যথেষ্ট দূরে থেকে এসেছেন। কাছে মোবাইল নেই তাই উনি ছেলের বা পরিবারের কারো সাথে কথা বলতে পারছেন না। এদিকে মেট্রোর ভীড়ে কাউকেই দেখতে পাচ্ছেন না। স্বাভাবিক তার ভেতরে চিন্তা হবে। সেখানে একটা সাধারণ ফোন কল করতে চাওয়া বা কল করার সুযোগ উনি পান না। আমি মানছি বর্তমান সময়ে মানসিকতা এবং মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক নিচে নেমে যেতে পারে। তবে কথায় আছে বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। আসলে বিশ্বাস উপরেই সমাজের প্রত্যেকটা সুতো বাধা আছে। একই রকম পরিস্থিতিতে আমার পরিবারের কেউ পড়তে পারে। তখন নিশ্চই কেউ সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। আমিও সেই ভেবে দিয়েছি। আমার মনে হয়, আমরা সবাই কোথাও কাউকে সমস্যায় পড়তে দেখি, তখন যদি নিজের ক্ষতি না করে সাহায্যের হাতটুকু অন্তত বাড়িয়ে দিই তাহলে সমাজটা কিছুটা ভালো থাকবে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Comments

Sort byBest