রক্ষা কালী মায়ের মেলায় ঘোরাঘুরি (পর্ব ২)

kingporos -

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ইশ্বরের কৃপায় আমিও ভালো আছি।

সন্ধ্যে বেলায় মেলায় পৌঁছে আমরা যে ভীড়টা পেয়েছিলাম মেলার আরেক অংশটায় প্রাথমিকভাবে সেটাই অল্প কম দেখে মনে মনে বেশ খুশি হলাম। ভেবেছিলাম হয়তো মেলার বাকি অংশটুকু ফাঁকা ফাঁকা থাকবে। আসলে কোভিড পরবর্তী সময় থেকে মেলায় মানুষজনের যাতায়াত অনেকটাই কমেছে। তাছাড়া আগে মানুষের মেলায় যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মেলায় আসা জিনিসপত্র কেনা। কিন্তু বর্তমান সময়ে হাতের নাগালেই সমস্ত কিছু চলে আসায় মেলার মানুষজনের কেনাকাটির পরিমাণটা অনেকটাই কমেছে তার সাথে দল বেঁধে মেলায় যাওয়া। তাই ফাঁকা ফাঁকা ঘুরবো ভেবে মনে মনে যেমন ভালো লাগছিল তেমনি কিছু দোকানিদের বসে থাকতে দেখে মন খারাপও লাগছিল।

মেলার অন্য দিকে এগোতেই আমার ভুল ভেঙে গেলো। আর যেভাবে ভঙ্গ হলো সেটা আমি কল্পনাতেও ভাবিনি। গুটি গুটি পায়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে এগোচ্ছি, যেই না মেলায় প্রসাধনীর দিকে ঢুকলাম ভীড় দেখে আমি রীতিমতো অবাক। বুঝলাম ভিড়টা এদিকে। শুরুতেই প্লাস্টিকের তৈরি নানা প্রসাধনীর দোকানে ঢুকে পড়লাম। কাছ থেকে না দেখলে বোঝা যাবে না, এগুলো প্লাস্টিকের।

প্লাস্টিকের একটা গাছ খুব সুন্দর লাগছিল তবে দাম শুনে নেওয়ার ইচ্ছে চলে গেলো। কিন্তু ভাবলাম মেলার প্রাথমিক পর্বে ঘোরাঘুরি করে পরবর্তী সময়ে এসে আবার দাম করবো। এটুকু জায়গা ছিলো ফাঁকা। আরেকটু এগোতেই মেলার পরের গলিতে ভীড় দেখে সব ভুল ভেঙে গেল। আমরা আগে গুটি কয়েক মানুষ দেখেছিলাম সামনেই গিয়ে দেখি জন স্রোত।

জনস্রোতের বেশিরভাগ অংশটায় মহিলারা দখল করে রেখেছেন বিশেষ করে দোকানের চারপাশটা। মহিলাদের ভীর দেখামাত্রই বুঝতে পারলাম নিশ্চিত ভাবে সামনে মহিলাদের প্রসাধনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ওমা ঠিক তাই হলো। বিভিন্ন ধরনের কানের দুল নাকের দুলের আর সমস্ত ধরনের মহিলাদের প্রসাধনী রয়েছে। মহিলাদের প্রসাধনীর সব কিছুর জায়গা ছিল মেলার এই অংশটা। মেলার মধ্যে পাশাপাশি দুটো অংশের দুই ধরনের চিত্র হয়তো আমি ভাবিনি কিন্তু দেখার পরে খেয়াল হলো মেলাতে ঢোকার সময়তেই অতিরিক্ত পরিমাণে মানুষ দেখেছিলাম।

ভীড় দেখতে দেখতে এগোচ্ছি আর ভাবছি প্রসাধনীর নিয়ে কত চাহিদা বর্তমান আছে। দোকানগুলোতে যেন মৌমাছির ন্যায় ঝাঁক ধরে আছে তাদের পছন্দের জিনিসটা তাড়াতাড়ি কেনার জন্য। ভিড়ের মাছ থেকে যে বেরিয়ে মেলার অন্য অংশে যাব তার উপায় পাচ্ছিলাম না। কোনো মতে ঠেলাঠেলি করে মেলার এই পাশ থেকে বেরিয়ে পড়লাম মেলার অন্য অংশে যাওয়ার জন্য, যেদিকটা আমার সবচাইতে পছন্দের। কেন পছন্দের, আপনারা আমার পরের পর্ব পড়লেই তা বুঝতে পারবেন।



||আমার বাংলা ব্লগ & ডিসকর্ড||


Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||