জীবনের ঘুড়ি উড়ুক...

kingporos -

নমস্কার বন্ধুরা,

আমার এবারের বিশ্বকর্মা পুজো খুব সাধারণভাবেই কেটে গেলো। যদিও এর পেছনে মূল কারণ হলো বিশ্বকর্মা পুজোর দিন প্রচুর পরিমাণে হাতে কাজ থাকা সাথে আরেকটাও কারণ আছে সেটা হলো আগের রাতে ভালো ঘুম না হওয়া। কোলকাতায় হঠাৎ করে গরম ফিরে এসেছে সেই জন্য রোজ রাতের ঘুমের বারোটা বেজে যাচ্ছে। যার ফল পুজোর দিন সকাল থেকেই পাচ্ছিলাম, চোখ থেকে ঘুম কিছুতেই ছাড়ছিল না, তার ওপরে কাজের চাপ তো ছিল। সাধারণত বিশ্বকর্মা পুজোর সময় পুজোর কাজ নিয়েই সারাটা দিন কাটে, এবার ক্লায়েন্ট দের কাজ নিয়ে দিনটা কাটলো 😬।

বাবা বিশ্বকর্মা হলেন ইঞ্জিনিয়ার দের দেবতা তাই সবার বাড়ির নিয়ম হলো সকালে উঠে বাড়ির যত্ত সব লৌহ জাতীয় বস্ত সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর পুজো করা হয়। পুজো শেষে পাওনা হয় দুপুরবেলার খিচুড়ি প্রসাদ। সেই সাথে শহরের দিকে বিশ্বকর্মা পুজোর দিনে আরেকটা ট্রেডিশন চালু রয়েছে সেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো। আগে যখন হাতে হাতে স্মার্ট ফোন আসেনি তখন ঘুড়ি উড়ানো বিষয়টাকে সবাই অনেকটা সিরিয়াসলি নিতো এবং বিশ্বকর্মা পুজো শুরু হওয়ায় ৫ দিন আগে থেকে পুজো শেষ হওয়ার ৫ দিন পর পর্যন্ত বিকেলের আকাশ জুড়ে থাকতো ভর্তি ঘুড়ি। মোবাইল আসার পরে এইটা একদম হাতে গোনা হয়ে গিয়েছে এবং পুজোর দিনেই শুধুমাত্র ঘুড়ি ওড়ানো হয় যাও খুব নামমাত্র। মোবাইলের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়েছে।

পুজোর সকালে ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পিসে মশাইয়ের গাড়িগুলোর পুজোর ব্যবস্থা শুরু হয়ে গেলো। পুরোহিত মশাই একটু দেরি করে এলেন। যেহেতু বিশ্বকর্মা পুজো মোটামুটি সব বাড়িতেই হয় তাই পুরোহিতদেরর আজ খুব টানাটানি। পুরোহিত মশাই আসার আগেই আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, পুরোহিত আসাতেই গাড়ির পুজো শুরু হলো। একে একে সব গুলো যন্ত্রের পুজো শেষ হয়ে গেলো। তারপরে প্রসাদ নিয়ে কাজে বসে পড়তে হলো।

সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়, এটাই বাস্তব এটাই নিয়ম। আগে পুজো পার্বণের দিনগুলো পড়াশুনা গুলো থেকে শত হস্ত দূরে সারাদিন শুধু পুজোর দিকে থাকা আর প্রসাদ খাওয়া। কারণ তখন দিনগুলো ছিলো ফাঁকা, সময় পরিবর্তনের সাথে সেই ফাঁকা দিন গুলো এখন কাজকর্মে ভরে গিয়েছে। যদিও আমি খুব একটা ঘুড়ি ওড়াতাম না তবে ঘুড়ি যারা ওড়াতে পারতো তাদের "ভোকাট্টা" শব্দটা শুনতে খুব ভালো লাগতো। কাজ গুছিয়ে যখন একটু ফাঁকা হলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবলাম ছাদে গিয়ে দেখি আকাশে দু একটা যদি ঘুড়ির দেখা পাই। ছাদে গেলাম দেখলাম অনেক কটা ঘুড়ি কেটে পড়ে আছে। গোধূলি বেলায় দুজন তখনো ঘুড়ি ওড়াচ্ছে। কিছুক্ষণ বসে আছি ঘুড়ির লড়াই দেখলাম, হঠাৎ আওয়াজ পেলাম "ভোকাট্টা"...



"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS



||আমার বাংলা ব্লগ & ডিসকর্ড||


Vote bangla.witness

Or

Set @rme as your proxy