ট্রন জমানোর ১৮ তম সপ্তাহ

kingporos -

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দুই মিলিয়ে আমি আপাতত ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ট্রন স্টেকিং সম্পর্কিত আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।


আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগটি পড়ে আমি প্রথম ট্রন স্টেকিং সম্পর্কে জানতে পারি। তারপরে আমি ট্রন স্টেকিং নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা শুরু করি। পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে যা বুঝতে পেরেছি তা এখন আপনাদের সামনে নীচে উপস্থাপন করলাম,

ট্রন ব্লকচেইনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায়, আপনার TRON ওয়ালেটে কিছু পরিমাণে TRX থাকলে আপনি তা স্টেক করে রাখলেন। ট্রন স্টেক করার পর স্টেকড ট্রনের সম পরিমান আপনাকে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো। যা দিয়ে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভকে ভোট দিলেন। তারপর যখন সেই সুপার রিপ্রেজেন্টেটিভ TRX মাইনিং রিওয়ার্ড হিসেবে পাবেন তখন সে আপনার ভোটিংয়ের আনুপাতিক হারে সেই রিওয়ার্ডস গুলোকে আপনার সাথে ভাগ করে নেবে।

ট্রন স্টেকিং সম্পর্কে বিস্তরে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো স্টেক করা শুরু করি। আর জুলাই মাসে যখন ফ্যান্টম দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট চালু করলেন। আমিও অনুপ্রেরণা পেয়ে সেসময়ে স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করবো। সেই সূত্র ধরে আজ আমার ট্রন স্টেকিংয়ের ১৮ তম সপ্তাহ সম্পন্ন হলো।


আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:

ধাপ ১ঃ


ধাপ ২ঃ


ধাপ ৩ঃ


ধাপ ৪ঃ


ধাপ ৫ঃ


আজকের মতো ইতি। আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।



||আমার বাংলা ব্লগ & ডিসকর্ড||


Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||