নমস্কার বন্ধুরা,
কিছুদিন পূর্বে আমাদের সকলের $PUSS তিন মাস অতিক্রম করে ফেলেছে, সেটা $PUSS এর একটা মাইলস্টোন। গতকাল ১০০ দিন পেরিয়ে যাওয়াটাও ছিলো $PUSS কয়েনের আরো এক মাইলস্টোন। $PUSS এর বয়স বাড়ছে আর দেখতে দেখতে বিগত ১০০ দিনে আমরা অনেক কিছু ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেছি। কিছু ভালো স্মৃতি জমেছে যেমন তেমনি কিছু কঠিন স্মৃতিও জমে থাকবে। হয়তো আমরা আরো ভালো কিছু আশা করতে পারতাম যদি কিছু অনভিপ্রেত ঘটনা না ঘটতো। বহু প্রচেষ্টার পর আজ $PUSS যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেটার সম্পূর্ণ কৃতিত্ব দাদার উপরে। আসলে এত ঝড়-ঝঞ্ঝা সহ্য করার পরেও একটি কয়েনের দাঁড়িয়ে থাকা সত্যিই কঠিন হয়ে যায়। যাই হোক, আজকের এত ভালো দিনে সেসব কথা নাইবা বললাম।
আজ সব পজিটিভ দিকে তাকাবো। বিগত দেড় মাস আগে মার্কেট সেন্টিমেন্ট একদম তলানি ঠেকেছিল আজ তা ধীরে ধীরে অনেকটাই শুধরে নিয়েছে। হয়তো পূর্বের অবস্থায় $PUSS ফিরে যেতে পারেনি তবে অনেকটাই রিকভার করতে পেরেছে। কাজ করতে থাকলে হয়তো কিছুটা ভালো আশা করা যেতেই পারে। আমাদের মূল লক্ষ্য $PUSS কে সাপোর্ট করা, $PUSS এর দাম পড়ে যাওয়া কিংবা উপরে ওঠা পুরোটাই এখন মার্কেটের উপরে নির্ভর করছে তাই সেদিকে না তাকিয়ে এগোতে থাকা উচিত।
$PUSS কয়েন টির যে ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া সেটি আপনারা অল্প বিস্তর জানেন। আমরা সেখানে কিছুটা আমাদের তরফ থেকে প্রতিদান রাখতে পারি সেটা হলো সপ্তাহে অল্প কিছু হলেও $PUSS কিনে। তার সাথে আমাদের দরকার অনেক অনেক প্রচার। যেটা আপানারা অনেকেই করছেন। এখন এটাই চাই, মার্কেট তার মতনই ওঠাপড়া করতে থাকবে আমাদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। যাত্রা পথে $PUSS কিনতে থাকি। বিগত তিন বছরে দাদা ও আমার বাংলা ব্লগ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। চলুন আমরা সবাই এগিয়ে, $PUSS কে নিজেদের তরফ থেকে সাপোর্ট দিই।
আর যারা বিক্রি করতে চাইছেন বা বিক্রি করবেন, তারাও পরোক্ষ ভাবে $PUSS কে সহায়তা করতে পারবেন, নতুন OTC পদ্ধতি ব্যাবহার করে। OTC তে যেকেউ সরাসরি $PUSS বিক্রি করতে পারবেন, আপনার কোনো আর্থিক ক্ষতি ছাড়া। যেটা সাধারণ ভাবে মার্কেটে বিক্রি করলে হয়ে থাকে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS