স্পোর্টস // KKR বনাম SRH দুই দলের মধ্যকার জমজমাট আইপিএল ম্যাচ

kibreay001 -

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩-০৫-২০২৪)

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি KKR বনাম SRH দুই দলের মধ্যকার জমজমাট আইপিএল ম্যাচ । আজকে সকাল বেলায় ঘুম থেকে অনেক সকাল বেলায় ওঠা হয়েছে। বাইরে থেকে হাতমুখ ধুয়ে এসে ভাবলাম আজকে আপনাদের মাঝে সকাল সকাল পোস্ট শেয়ার করব। গত পরশু দিন আইপিএল ম্যাচ দেখেছিলাম ভাবলাম সেই খেলাটাই আজকে আপনাদের মাঝে রিভিউ করব। আসলে গত পরশু দিনের খেলা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এবার আইপিএল ম্যাচ তেমন দেখা হয়নি শুধুমাত্র পরীক্ষার কারণে। এখন শেষের দিকে এসে আইপিএল বেশ জমজমাট হয়ে উঠেছে তাই কয়েকটি ম্যাচ দেখেছি। শাহরুখ খান নিজে তার দলের খেলা দেখতে এসেছিল গ্যালারিতে বসে খেলা দেখেছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে কয়েকটি স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করেছি। খেলার প্রথমে KKR দল বল করার সিদ্ধান্ত নিয়েছিলো, এবং সেই ক্ষেত্রে তার বিপরীত দল SRH ব্যাট করতে হয়েছিল। কিন্তু প্রথম থেকে বেশ দারুন বল উপহার দিয়েছিল KKR দলের প্রত্যেক প্লেয়ার। মাত্র সাত ওভারে চার উইকেট হারিয়ে বসে। এখান থেকেই দল বেশ চাপে পড়ে যায়।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

আমি যখন আমার মোবাইলের একটি সফটওয়্যার এর মাধ্যমে খেলা দেখেছিলাম সেই সফটওয়্যারটির নাম আপনাদের মাঝে উল্লেখ করেছি। হঠাৎ করে আমার মোবাইলের মাঝে আইপিএলের সর্বোচ্চ ৫ উইকেট টেকার বলার ছবি দেখতে পেলাম তখন বেশ দারুণভাবে একটি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। SRH দল একের পর এক উইকেট হারাতে থাকে আসলে খেলা দেখতে তেমন একটা ভালো লেগেছিল না তাও যেহেতু সেমিফাইনাল খেলা সেই জন্য দেখেছিলাম। তবে আজকে খেলা হারলেও এখনো একটা সুযোগ পাবে দুই দলের মধ্যে যেকোনো এক দল।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

এভাবে খেলা আস্তে আস্তে শেষের দিকে অতিবাহিত হতে থাকে। ১৫-ওভারের শেষের দিকে এসে আবারো একটি এলভি ডাবলু হয় কিন্তু আম্পায়ার প্রথমে আউট দিয়েছিল না। KKR দলের প্রত্যেক প্লেয়ার সিদ্ধান্ত নেয় রিভিউ নিবে। রিভিউ নেয়ার পর আম্পায়ার দিতে বাধ্য হয়েছিল। অবশেষে আম্পায়ার আঙুল তুলে আউট দিয়েছিল। যখন ৯ উইকেট হারিয়ে ফেলে তখন গ্যালারির দিকে ক্যামেরা ফোকাস করেছিল শাহরুখ খানের দিকে। আসলে শাহরুখ খান করতালির মাধ্যমে তার দলকে সমর্থন জানিয়েছিল। শাহরুখ খান প্রায় প্রতিটি ম্যাচ খেলা দেখতে আসে তার নিজ দলের।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে তিনটি স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আইপিএল ক্রিকেট ম্যাচ দেখতে আমার কাছে বেশ ভালো লাগে তবে এবার সময় স্বল্পতার কারণে খেলা দেখা হয় না। তাও চেষ্টা করি মাঝে মাঝে হাইলাইটস গুলো দেখার জন্য। আপনারা প্রথম ছবিতে সুনীল নারাইন কে দেখতে পারবেন আসলে সুনীল নারায়ন এবার আইপিএলে বেশ দারুন ব্যাটিং উপহার দিয়েছে। ২০ তম ওভার বল করার জন্য আন্ডার রাসেলকে নিয়ে আসা হয়। কিন্তু তিন নম্বর বলে একজন প্লেয়ারকে আউট করে দিয়েছিল আন্ডার রাসেল। অবশেষে SRH দলের প্লেয়ার অলআউট হয়ে যায় মাত্র ১৯.৩ ওভারে। মাত্র ১৫৯ রানের টার্গেট দিয়েছিল।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

আসলে সেমিফাইনালের খেলা দেখার জন্য মাঠে অনেক দর্শক উপস্থিত হয়েছিল। দর্শকদের উপস্থিতি দেখে সত্যিই আমি একটু অবাক হয়েছিলাম। অর্ধেক খেলা শেষে মিসেল স্টার্ক কিছু বলার জন্য মাইক্রো ফোন হাতে দেওয়া দেয়া হয়। আসলে মিসেল স্টার্ক এই বছর আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়ার। কিন্তু নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেনি। তবে সেমিফাইনাল ম্যাচে বেশ দুর্দান্ত বল করেছিল মিসেল স্টার্ক । মাত্র ৪ ওভার বল করে ৩৪ রাম দিয়ে ৩ উইকেট পেয়েছিল। KKR দলের জেতার জন্য মাত্র ১২০ বলে ১৬০ রান প্রয়োজন ছিল।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

প্রথম থেকে KKR দল বেশ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। আসলে আইপিএল খেলায় আমরা সব সময় অবাক করা রান দেখে থাকি, বেশ ভালো লাগে মনে হয় হাইলাইটস খেলা দেখছি। প্রথম ওভারে মাত্র ৬ রান তুলেছিল। পরবর্তী ওভার গুলো থেকে আবারও বেশ ভালো খেলা শুরু করেছিল। অল্প কিছু সময়ের মধ্যেই KKR দল উইকেট হারিয়ে বসে। এভাবেই প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় খেলা দেখেছিলাম।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

KKR দল মাত্র ১১ ওভার শেষেই ১২৪ রানে পৌঁছে যায়। তখন দলের উইকেট হারিয়েছিল মাত্র দুইটি।KKR দলের দুইজন প্লেয়ার মাত্র ৩১ বলে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল। দুজনের জুটি বেশ চমৎকার ছিল। শাহরুখ খানের দল যেহেতু জিতে যাচ্ছিল তাই গ্যালারিতে দাঁড়িয়েই সকল প্লেয়ারকে করতালির মাধ্যমে উৎসাহ জানাতে ছিল। যেহেতু খেলায় হার-জিত থাকবে তাই দুই দলের মধ্যে যেকোনো একদল জিতে ফাইনালে পদার্পণ করবে। তাই যেকোনো এক দলকে হার মানতে হবে।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

খেলা শেষে দুই দলের দুইজন প্লেয়ারকে মাইক্রোফোন হাতে তুলে দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। দুই দলের প্লেয়াররা বেশ দারুন ভাবে খেলার খুঁটিনাটি বিষয় সকলের মাঝে তুলে ধরেছিল। অবশেষে মাত্র ১৩.৪ ওভার ১৬০ রানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। আশা করি আজকের শেয়ার করা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy

Posted using SteemPro Mobile