The feeling of watching fishing in our pond // আমাদের পুকুরে মাছ ধরা দেখার অনুভূতি

kibreay001 -

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব Incredible India স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩-১০-২০২৪)

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরা দেখার অনুভূতি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথমে নাস্তা খেয়েছিলাম। তারপরে বাড়ির কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে বাসায় ফেরার পথে বেশ কিছু বাজার সাথে নিয়ে বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পরে আবারো নিজের ব্যক্তিগত কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম। বাড়িতে এসে বেশ কিছু সময় পরে জানতে পারি আজকে দুপুর বেলায় আমাদের পুকুরে মাছ ধরবে। বাড়ি থেকে আমি পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পুকুরে গিয়ে পৌঁছানোর পরে দেখি ডিস্কড সার্ভারে Incredible India কমিউনিটির কো-এডমিন আমার সাথে যোগাযোগ করার জন্য আমাকে অনেকবার মেনশন দিয়েছিল। তারপরে আমি সেখানে সরাসরি ভয়েস কলের মাধ্যমে কথা বলেছিলাম। সত্যি কথা বলার পরে আমার নিজের কাছে কি যে ভালো লেগেছিল তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই কমিউনিটিতে আজকে আমার প্রথম পোস্ট শেয়ার করব। তারপরে পুকুর থেকে মাছ ধরা শেষ করে বাড়িতে এসে গোসল করে খাওয়া-দাওয়া শেষ করে পোস্ট লেখার জন্য বসে গেলাম আপনাদের মাঝে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । আমি খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের পুকুরে মাছ ধরার জন্য যখন অনেক মানুষ জাল নিয়ে পুকুরের মধ্যে চাচ্ছিল তখন থেকে আমি ছবি তোলা শুরু করেছিলাম। আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আসলে পুকুরটা অনেক বড় সেখানে অনেক মানুষ নেমেছে পুকুরের মধ্যে শুধুমাত্র মাছ ধরার জন্য। আসলে পুকুরে অনেক পানি ছিল প্রত্যেকটা মানুষ প্রায় ডুবে যাচ্ছিল এইরকম পরিস্থিতি সেখানে হয়েছিল। কিন্তু তারপরেও সেই লোক গুলো অনেক সুন্দরভাবে পুকুরের জাল টেনেছিল আমি পুকুরের উপর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম এবং আমার মোবাইলে কিছু ছবি সংগ্রহ করেছিলাম।

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমাদের পুকুরে যখন মাছের ঝাল নামানো হয়েছিল তখন অনেকেই মাছের জালের দুই দিক ধরে পুকুরের মধ্যে জাল টানতেছিল। আসলে একটি পুকুরের মাছ জাল দিয়ে টেনে তুলতে হলে সত্যি অনেক মানুষের প্রয়োজন হয়। প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে পুকুরের মধ্যে নামার পরে জাল টেনে ছিল দেখে সত্যি আমার বেশ মায়া হয়েছিল। যখন আমাদের পুকুরে মাছের ঝাল টানতেছিল তখন আমাদের এলাকার মানুষজন সকলেই পুকুরের চারিদিকে এসে দাঁড়িয়েছিল এবং মাছ ধরা দেখতে ছিল। সত্যি এরকম ভাবে পুকুরের চারিপাশে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। যখন আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল তখন আমাদের এলাকার আবহাওয়া সত্যি বেশ দারুন ছিল খুবই চমৎকার কিছু ছবি আমি তুলতে পেরেছিলাম আবহাওয়া ভালো থাকার কারণে। আসলে আবহাওয়া বেশি উজ্জ্বল হলে ছবি তত বেশি ভালো হবে এটাই স্বাভাবিক। ছবিগুলো তোলার পরে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আমার জায়গা থেকে সুন্দরভাবে পোস্ট সাজিয়ে লেখার জন্য।

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমাদের পুকুরে যখন জাল টানা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিল তখন আমি আবারও কয়েকটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আমি যেকোনো পোস্ট শেয়ার করি না কেন চেষ্টা করে আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য। আপনারা লক্ষ্য করলে নিচের ছবির দিকে দেখতে পারবেন আমি মার্ক ডাউন দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়েছি। জাল টানা শেষ মুহূর্তে প্রত্যেকেই অনেক সুন্দর ভাবে মাছ ধরছিল সেই মুহূর্তগুলো আমি বেশ দারুন ভাবে আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আসলে আমরা প্রায় ছয় মাস পুকুরে মাছ চাষ করছি পুকুরের মাছ গুলো দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। পুকুরের মাছগুলো প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন হয়েছিল সত্যি দেখার পরে কি যে ভালো লেগেছিল এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আজকে দুপুর বেলায় প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকার মাছ বিক্রয় করা হয়েছে এই পুকুর থেকে। যেহেতু আমি কৃষক পরিবারের ছেলে তাই চেষ্টা করি বাবার কাজে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য।


এবার আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে আমাদের পুকুরের মাছ ধরার পরে একটি পাঙ্গাস মাছ আমি ঘাসের উপরে রেখে ছবি তুলে শেয়ার করেছি। আসলে মাছগুলো প্রত্যেক বছরের তুলনায় এবার অনেক মোটা তাজা হয়েছে দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লাগছিল। এবার প্রায় প্রত্যেকটি মাছের ওজন হয়েছিল ২ কেজি ৭০০ গ্রাম । আমরা প্রতি কেজি মাছ বিক্রয় করেছি ১৫৫ টাকা দরে।


আসলে আমি এই মাছ গুলোকে প্রায় ছয় মাস খাবার খাওয়াই সত্যি মাছগুলো যখন ধরা হচ্ছিল নিজের কাছে বেশ খারাপ লাগছিল। তবে মাছগুলো যখন ধরে উপরে নিয়ে আনছিল তখন মাছগুলো দেখে আবারো আমার মন প্রান বেশ ভরে উঠেছিল। আমি পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করি এ কারণেই পুকুরে পাঙ্গাস মাছ চাষ করা হয়। বাংলাদেশ বাজারে এই মাছের চাহিদা অনেক। এর আগের বছর আমরা এই পুকুরে পাবদা মাছ চাষ করেছিলাম। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীমাছ ধরা দেখার অনুভূতি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর, বাংলাদেশ
What3Words Locationlocation
✨💞আমার নিজের পরিচয়💞✨

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨