আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি
@kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // বিলের পানিতে জাল দিয়ে মাছ ধরা দেখার অনুভূতি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় আমি ঘুমিয়ে ছিলাম তখন দেখি আমার আব্বু ডাকতেছে আমাকে। তারপরে আমি এবং আব্বু দুজন মিলে আমাদের সবজি জমিতে পটল তুলতে গিয়েছিলাম। আজকে ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে প্রায় দুই বস্তা পটল তুলেছে আমি এবং আমার আব্বু। পটলগুলো বাড়িতে নিয়ে আসার পরে আব্বু বাজারে বিক্রয় করতে গিয়েছিল এবং আমি মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে এসে দেখি আম্মুর এখনো নাস্তা তৈরি শেষ হয়নি। তাই ভাবলাম এই সময়টা অপচয় না করে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করি। আসলে এখন নিজের কাজের চাপ বেড়েছে তাই অনেক সময় ব্যস্ত থাকতে হয় যখন ফ্রি থাকি তখনই পোস্ট করার চেষ্টা করি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........
আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি দুটি ছবি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে শেয়ার করেছি। বেশ কিছুদিন আগে আমি এবং আমার কাকা দুজন মিলে বাইক নিয়ে আমাদের গ্রামের পাশ দিয়ে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে পুলের নিচে একটি ছেলে মাছ ধরতেছে। তখন আমি এবং আমার কাকা বাইক থেকে নেমে বেশ কিছু সময় দাঁড়িয়ে সেখানে মাছ ধরা দেখেছিলাম এবং আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করেছিলাম বেশ কিছু ছবি। বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় তখন মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল বিলে এবং নদীতে প্রচুর মাছ হচ্ছিল আমরা একদিন গিয়েছিলাম সেই সময়ে নদীতে মাছ ধরতে। এখানে বিলে ধানের জমি প্রায় পানিতে ডুবে গিয়েছে এরকম অবস্থা কিন্তু প্রত্যেকটা জমির মধ্যে প্রচুর পরিমাণে মাছ সত্যি এটা দেখে আমি বেশ মুগ্ধ হয়ে ছিলাম। তখন আমি এবং আমার কাকা সেখানে দাঁড়িয়ে ডিসিশন নিয়েছিলাম আমরা কালকে এখানে মাছ ধরতে আসবো।
আপনার এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে পুলের নিচে মাছ ধরার ফাঁদ খুব চমৎকার স্টাইলে পাতা ছিল দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। এর আগে আমি কখনো এই পদ্ধতিতে মাছ ধরা দেখিনি। তবে ছোটবেলা থেকেই আমি অনেক জায়গায় মাছ ধরেছি আসলে মাছ ধরা আমার একটা নেশা বলতে পারেন। সেখান থেকে ছোট ভাইয়ের কাছে নতুন একটি পদ্ধতিতে মাছ ধরার শিখতে পেরে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। তখন আমি মাছ ধরা ফাদের একটি ছবি তুলে রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে মাছগুলো যখন পুলের নিচ দিয়ে যাতাআশ করতে যাচ্ছিল তখনই মাছ ধরা ফাদের মধ্যে আটকা পড়ছিল কিন্তু কোন মাছ বের হতে পারছিল না এটা বেশ মজার ব্যাপার।
আমি এবং আমার কাকা সেখানে দাঁড়িয়ে ছিলাম এবং বেশ কিছু সময় নিয়ে মাছ ধরা দেখছিলাম। পরে সেখানে ছোট ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এখানে বড়শি দিয়ে মাছ হয়। তারপরে ছোট ভাই বলল ভাই আপনারা দাঁড়ান আমি জাল তুলব কতটুকু মাছ হয় আপনারা দেখেন। তারপরে ছোট ভাই পুলের নিচে নেমে পরল জাল তোলার জন্য তখনও আমি ছবি তুলছিলাম। ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সেখানে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরপর জাল তোলা হচ্ছিল প্রায় আধা কেজির উপরে মাছ পড়ছিল প্রত্যেকবার। আসলে আমি মাছ খেতে তেমন পছন্দ করি না কিন্তু মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। তারপরের দিন আমি এবং আমার কাকা এবং স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির মডারেটর মোস্তফা জামান ভাই আমরা তিনজন মিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। সবার শেষে আমি এবং আমার কাকা দুজন মিলে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিশ্চয় কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।